Eyebrow: ভুরু ফাঁকা হয়ে যাচ্ছে ? এই উপায়ে ঘন, কালো করুন

।। প্রথম কলকাতা ।।

 

Eyebrow: যখন তখন আপনার ভুরু দিয়ে লোক ঝরতে থাকে?  মাথার চুলের মতো একই অবস্থা হয় ভুরুর। পেন্সিল দিয়ে নিয়মিত ভুরু এঁকেও লাভ হচ্ছে না। আসলে আসল বা নকলের মধ্যে পার্থক্য তো আছে। আচ্ছার ভুরুর লোম কেন পরে জানেন? কীভাবে মোটা ঘন কালো ভুরু করবেন ? চুল যেমন ওঠে, তেমন ভুরুর লোমও ঝরে পড়ে। কিন্তু মাথায় তো তেমন খুশকি হয়নি, তা হলে ভুরু পাতলা হয়ে যাচ্ছে কেন? কীভাবে বাঁচাবেন আপনার ভুরুকে?

 

জিঙ্ক, আয়রন, ভিটামিন ডি এবং বি-এর ঘাটতি হলে চুলের মতো ভুরুও ঝরে পড়ে। অনেকেই জানেন না যে, শারীরিক কিছু সমস্যার কারণেও কিন্তু ভুরুর লোম ঝরে পড়তে পার। বিশেষ করে থাইরয়েড হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে কিন্তু ভুরুর লোম ঝরে পড়ে। চিকিৎসকদের মতে, থাইরয়েড গ্রন্থির অধিক সক্রিয়তা বা একেবারে কাজ না করা
দুই পরিস্থিতিতেই ভুরুর লোম ঝরে যেতে পারে।

 

অতিরিক্ত মানসিক চাপ থেকে যেমন চুল ঝরে পড়ে। মন চোখের পাতা, ভুরুর লোমও ঝরে যেতে পারে। এক চামচ নারকেল তেলে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন।
রাতে শুতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে নিয়মিত ভুরুতে মালিশ করুন এই তেল।স্নান করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যেই দেখলেন দু-একটা অতিরিক্ত লোম আশপাশ থেকে গজিয়ে উঠেছে। অমনি টুইজ়ার দিয়ে তুলে ফেলা অভ্যাস। ভুরুর লোম ঘন করতে গেলে প্রথমে এই অভ্যাস ত্যাগ করতে হবে।

 

চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান, যোগাসন করতে পারলে ফল মিলবে। যদি মুখে তেল ব্যবহারে সমস্যা হয়, তাহলে বেছে নিন অ্যালোভেরাকে ভুরুতে অ্যালোভেরা জেল মালিশ করুন।৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই প্রাকৃতিক উপাদানও ভুরুকে ঘন করে তুলবে। স্পুলি ব্রাশ দিয়ে ভাল করে রোমগুলিকে আঁচড়ে নিন। উপর দিক থেকে কাঁচি দিয়ে রোম কেটে ছোট করে নিন।

 

তবে মনে রাখতে হবে যা কিছু সুন্দর, কালের নিয়মে একদিন তা নষ্ট হবেই। তা মেনে নেওয়াই ভাল। মেয়েদের ক্ষেত্রে বয়স ৪৫ থেকে ৫০-এর পর এই ধরনের সমস্যা বাড়তে পারে। কারণ, শরীরে নানা রকম হরমোনের ঘাটতি হতে থাকে। তাই চুলের মতোই ভুরুর লোম ঝরে যাওয়াও অস্বাভাবিক নয়।

 

https://fb.watch/sCybjI_-Tz/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

 

Exit mobile version