Burn Home Remedies: হাত পুড়ে ফোসকা? আপনার হাতের কাছেই রয়েছে সমাধান, ফলো করুণ এই টিপস!

।। প্রথম কলকাতা ।।

Burn Home Remedies: বাড়ির গৃহিনীদের রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা তো প্রায়শই ঘটে। ভীষণ জ্বালাও করে। তার ওপর আবার ফোসকা পড়ার ভয়। কিন্তু জানেন কি আপনার হাতের কাছেই রয়েছে সমাধান। তৎক্ষণাৎ যদি সেই টিপস মানতে পারেন, তাহলে চট করে হাত জ্বালা থেকেও মুক্তি পাবেন। সেইসাথে ফোসকা পড়ারও কোনও ভয় থাকবে না। রান্না বা অন্য কোনও কাজ করার সময় হালকা হাত পুড়ে যাওয়া খুব একটা অদ্ভুত ব্যপার নয় কিন্তু হাত বা অন্য জায়গায় সামান্য পুড়ে গেলে ভয়ানক জ্বালা করতে থাকে, ত্বক লাল হয়ে যায় এবং ফোস্কা পড়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে, আপনি কিছু ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন তাহলে সেই জ্বালা থেকো যেমন মুক্তি পাবেন তেমনই আবার ফোস্কাও পড়বে না। তাহলে আর কি দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পোড়া জায়গায় জ্বালাপোড়া এবং ফোসকা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ ও কার্যকরী টিপস।

মনে রাখবেন খুব সামান্য পুড়ে গেলেই কিন্তু এসব ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। যদি বেশি পুড়ে যায় বা বেশি জ্বালা করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version