Smoker’s Lips: ধূমপানের কারণে ঠোঁটে কালো ছোপ, সমস্যার সমাধান আছে বাড়িতেই

।। প্রথম কলকাতা ।।

Smoker’s Lips: ধূমপান যে মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক তা কমবেশি সবাই জানে। শরীরের ভিতর যেমন ক্ষতি করে তেমন বাইরেও তার প্রভাব রেখে যায়। কোন ব্যক্তি যদি নিয়মিত ধূমপানে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ঠোঁটে কালো স্পট পড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। অনেকেই আছেন যারা ধূমপানের অভ্যাস ছাড়তে পারেন না, আবার ঠোঁটের কালচে ছোপ নিয়ে সবার সামনে বেশ বিড়ম্বনায় পড়েন। যদিও শুধু ধূমপানের কালো দাগ নয়, ধূমপান না করেও ঠোঁটে কালো ছোপ পড়তে পারে। এই সমস্যার সমাধান রয়েছে বাড়িতেই। প্রতিদিনের মাত্র দশ মিনিটের পরিচর্যা আপনার ঠোঁট গোলাপি করে তুলতে পারে।

•কমবেশি পাতিলেবু সবার বাড়িতেই রয়েছে। দিনে অন্তত দুবার করে ঠোঁটে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেবেন। ১০ মিনিট পর ভালোভাবে ঠোঁট ধুয়ে ফেলবেন। এই উপকরণ টানা কয়েক সপ্তাহ ব্যবহার করার পর পার্থক্যটা ঠিক বুঝতে পারবেন।

•সামান্য কয়েক দানা চিনি, তার সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল আর মধু ভালোভাবে মিশিয়ে ঠোঁটের উপর আলতোভাবে মেসেজ করুন। টানা ১০ দিন ব্যবহারের পর দেখবেন ঠোঁট আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে।

•একইভাবে মধু, চিনির সঙ্গে বাদাম তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এই উপকরণটি ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি কোমলতাও বৃদ্ধি করে।

•রান্নাঘরে টমেটো অত্যন্ত সহজলভ্য একটি জিনিস। প্রতিদিন অন্তত দু’বার করে টমেটোর রস রস ব্যবহার করতে পারেন। এর ফলে ঠোঁটের কালো দাগ থেকে দ্রুত মুক্তি পাবেন।

•কালো ঠোঁট গোলাপি করতে আরেকটি মোক্ষম দাওয়াই হলো দুধ কিংবা টক দই। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য করে। সম্ভব হলে দুধ কিংবা টক দই দিয়ে দিনে অন্তত দুবার ঠোঁট মালিশ করুন। কয়েক সপ্তাহ পর ফল পাবেন হাতেনাতে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version