Famous Nandi’s In India: ভোলেনাথের থেকেও আকারে বড় ভক্ত নন্দীর মূর্তি! যার অস্তিত্ব রয়েছে ভারতেই

।। প্রথম কলকাতা ।।

Famous Nandi’s In India: হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান শিবের আশীর্বাদ যদি পেতে চান তাহলে সর্বপ্রথম খুশি করতে হয় তাঁর অন্যতম বড় ভক্ত নন্দীকে (Nandi)। সকলেই প্রায় দেখে থাকবেন শিবের (Shiva) মূর্তির সামনে সব সময় থাকে নন্দী মূর্তি। ভারতে এমন বেশ কিছু নন্দী মূর্তি রয়েছে যা আপনাকে রীতিমত তাক লাগিয়ে দেবে। তার সৌন্দর্য তার আকার এবং তাদের স্থাপত্য শৈলী বহু পুরনো হলেও এখনও পর্যন্ত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে ভীষণভাবে সক্ষম। ভারতে বেশ কয়েকটি নন্দী মূর্তি রয়েছে যা মন্দিরে অবস্থিত ভগবান শিবের মূর্তির থেকেও বড় বলে বিবেচনা করা হয় । চলুন জানা যাক কোথায় কোথায় রয়েছে মহাদেবের সহচর নন্দীর এমন মূর্তি।

* অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দির (Lepakshi Mandir) : কথিত আছে ভারতের সবথেকে সুন্দর নন্দী মূর্তি নাকি এই লেপাক্ষী মন্দিরেই দেখতে পাওয়া যায়। যেখানে আসলে ভোলেনাথের মূর্তি রয়েছে তার থেকে প্রায় এক মাইল আগে এই নন্দী মূর্তির স্থাপনা করা হয় এর সামনে রয়েছে একটি বিশাল আকৃতির সর্প মূর্তি। বলা হয় এই মন্দিরে যে নন্দী মূর্তিটি রয়েছে তাঁর উচ্চতা ৪.৫ মিটার আর লম্বায় হল ৮.২৩ মিটার । সম্পূর্ণ নন্দী মূর্তিটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি।

* কর্নাটকের চামুন্ডি পাহাড় (Chamundi Pahar) : চামুন্ডি পাহাড়ে অবস্থিত চামুণ্ডেশ্বরী মন্দিরে ভগবান শিবের বাহক নন্দীর যে মূর্তিটি রয়েছে তাঁর উচ্চতা ৪.৯ মিটার এবং লম্বায় হল ৭.৬ মিটার। এটিও গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে । এই শিব মন্দির এবং সুউচ্চ নন্দীর মূর্তি ওই অঞ্চলের অন্যতম একটি আকর্ষণের জায়গা।

* অন্ধ্রপ্রদেশের মহানন্দীশ্বরা স্বামী মন্দির (Mahanandiswara Swami Mandir) : অন্ধপ্রদেশের আরেকটি গ্রামে অবস্থিত মন্দির হল মহানন্দীশ্বরা মন্দির। এটি কুর্ণুলে অবস্থিত । এই মন্দিরে রয়েছে একটি মিষ্টি জলের পুকুর। যা বেশ বিখ্যাত আর এই মন্দিরে অবস্থিত নন্দীর মূর্তিটির উচ্চতা ১৫ ফুট । এছাড়া ওই বড় নন্দীর পাশে আরও নয় খানা নন্দীর মূর্তি রয়েছে। যা নব নন্দীর নামে বেশ পরিচিত পর্যটকদের কাছে।

* তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির (Gangaikonda Cholapuram Mandir) : তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় অবস্থিত গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির। এই মন্দিরে অবস্থিত নন্দীর মূর্তিটি শিল্পকলার একটি অন্যতমনিদর্শন, যেমন সুন্দর তেমন বড়।

* তামিলনাড়ুর বৃহদিশ্বর মন্দির (Brihadiswara Temple) : বৃহদিশ্বর মন্দিরের একেবারে প্রবেশদ্বারেই রয়েছে ১৬ ফুট বাই ১৩ ফুটের এক বিরাট নন্দী মূর্তি। যার ওজন বলা হয় প্রায় কুড়ি টন। এটি পাথরের উপর খোদাই করে তৈরি করা হয়েছে। যা দেখতে ভারী সুন্দর

হিন্দু পুরাণ মতে নন্দী হল কঠোর পরিশ্রমের প্রতীক প্রত্যেকটি শিব মন্দিরে ছোট হোক কিংবা বড় নন্দী মূর্তির অস্তিত্ব অবশ্যই থাকে। তবে তারই মধ্যে ভারতের এই পাঁচটি মন্দিরে সবথেকে বড় নন্দী মূর্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। যা পর্যটকদের আকর্ষণের অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version