Sourav Ganguly: বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ! বাণিজ্য সম্মেলনের মঞ্চে চমক দিলেন মমতা

।। প্রথম কলকাতা।।

Sourav Ganguly: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পূর্বে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে শাহরুখকে সরিয়ে সৌরভকে নিয়োগ করলেন কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। এদিন বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। শুধু ঘোষণা করেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সঙ্গে সঙ্গে সৌরভের হাতে, নিজের হাতে লেখা নিয়োগপত্রও তুলে দেন তিনি। সেইসঙ্গে বলেন, “ডোন্ট সে নো, অলওয়েজ সে ইয়েস। উই মাস্ট বি পজিটিভ। উই মাস্ট বি কনস্ট্রাকটিভ।”

বেশ কয়েক বছর বলিউড সুপারস্টার শাহরুখ খান সরকারি ভাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকার পর গত মার্চ মাসে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছিলেন মমতা৷ তার কয়েক মাসের মধ্যেই এবার সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “কলকাতায় বড় হয়েছি। আমার মতো একজন মানুষ যে এই শহরেই জন্মেছে। তাঁর কাছে এটা সত্যিই একটা বড় ব্যাপার যখন সে দেখে, রাজ্য শিল্পের জন্য সামিট করছে। আমিও একটা ছোট্ট বিনিয়োগ করছি এই রাজ্যে। দেখেছি কীভাবে এরাজ্য ধীরে ধীরে উন্নতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব সহজেই পৌঁছনো যায়। উনি (পড়ুন মমতা ) খুবই কেয়ারিং। শিল্প স্থাপন করতে গেলে কোনও সমস্যা হবে না।” যদিও সৌরভকে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী গেরুয়া শিবির।

উল্লেখ্য, বাংলার এই বাণিজ্য সম্মলেন ৩৫টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, ১৭টি দেশ পার্টনার হিসাবে যোগ দিয়েছে এই সম্মেলনে। রাজ্যে গতবারের বাণিজ্য সম্মেলন থেকে ৩.৪২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছিল। সেই দিকে নজর রেখে এবারে আশা করা হচ্ছে ৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version