সাবধান! কালীপুজোর পর করোনার বাড়াবাড়ি ? WHO যা বলেছিল মিলে গেল

।। প্রথম কলকাতা ।।

WHO আগেই সাবধান করেছিল আশঙ্কা সত্যি করে শীতের হালকা আমেজ আসতেই করোনাও নাগাড়ে বাড়ছে। তবে কি কালীপুজোর পরেই নতুন ভ্যারিয়েন্ট খেলা দেখাবে? মাথাব্যথা, গলা ব্যথার সাথে জ্বর রয়েছে আপনার? দেরি না করে চিকিৎসকের কাছে যান। নতুন রূপটি ইতিমধ্যেই ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। তারমধ্যে কি রয়েছে বাংলাও? অন্য সব ভ্যারিয়েন্টের থেকে একদম আলাদা। এর আগেও আক্রান্ত হয়ে থাকলে করোনার এই রূপ আপনার ডেনঞ্জারাস। শুনশান রাস্তা, গাড়ি নেই, শুধু অ্যাম্বুলেন্সের শব্দ এবারের শীতে লকডাউনের সেই চেনা ছবি আবারও ফিরছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র তরফে জানানো হয়েছিল যে পাকাপাকিভাবে করোনা বিশ্ব থেকে দূর হবে না কিন্তু কেউ আর মাস্কও পরে না, সতর্কতাও মানে না! তার সুযোগেই আবারএও করোনা জাঁকিয়ে বসছে না তো? বাঙালি পরিচালক সোনালি বোস করোনা আক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট XBB.1.16.1 মাথাচাড়া দিয়ে উঠেছে। করোনার এই নতুন রূপ অদ্ভূত এক ক্ষমতা রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে ফাঁকি দিয়ে এই ভাইরাস ফুসফুসে আঘাত হানতে পারে। আপনার ফুসফুস ছারখাড় করে দেবে। এর স্পাইক প্রোটিনে মিউটেশন ঘটিয়ে প্রবল সংক্রমণ ক্ষমতার অধিকারী হয়েছে। তাই আমেরিকা থেকে চিন, ফ্রান্স থেকে ইংল‌্যান্ড সব জায়গায় নিয়ে দুশ্চিন্তা তবে পশ্চিমবঙ্গ নিয়ে এখনও বাড়াবাড়ির কোনওরকম ইঙ্গিত দেয়নি প্রশাসন।

একদিকে ডেঙ্গি অন্যদিকে ভাইরালের প্রকোপ! কীভাবে বুঝবেন আপনি করোনা আক্রান্ত? জ্বর বা ঠান্ডা লাগার তো আছেই সাথে কাশি, শ্বাসকষ্ট, পেশি ব্যথা, মাথাব্যথা, গলা ব্যথা হবেই এমনকী সর্দি, বমি, ডায়রিয়া হতে পারে। স্বাদ-গন্ধ নষ্ট হতে পারে। প্রথমে খুব একটা প্রাণঘাতী নয় বলে আশ্বস্ত করেছিল ভাইরাস বিশেষজ্ঞরা কিন্তু এই ভ্যারিয়েন্টের জেরেই সময়ের সাথে শক্তিশালী হয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। করোনার যাবতীয় বিধি নিষেধ উঠেছে। এরই মধ্যএদ্য স্কাই ইজ পিঙ্ক ছবির পরিচালক সোনালি বোস সোশ্যাল মিডিয়ায় জানান করোনা ফিরে এসেছে। তিনি ফের করোনা আক্রান্ত।

অতিমারি পর্ব শেষ হলেও করোনাভাইরাসের নতুন নতুন রূপ যেন পিছু ছাড়ছে না।করোনা টিকা নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন। সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তাকিয়ে অনেকেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version