।। প্রথম কলকাতা ।।
JN1 Cases In India: চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট JN.1। স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় সরকার করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আতঙ্ক বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে। ইতিমধ্যেই হু (WHO)-র তরফে করোনার এই ভ্যারিয়েন্টকে “ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট” বলে উল্লেখ করা হয়েছে। বড়দিনের দিন সংক্ৰমিতের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা কোন রাজ্যে বেশি চলুন জেনে নেওয়া যাক।
কেরালা রাজ্যেই সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কর্নাটকে ১০৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনায় নয়া JN1 স্ট্রেনে গতকাল অর্থাৎ ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এর মধ্যে JN1 আক্রান্তের হদিশ সবচেয়ে বেশি সংখ্যক মিলেছে গোয়াতে। এই ভাইরাসের প্রজাতির অস্তিস্ব মিলেছে সেখানে মোট ৩৪ জনের শরীরে। এ ছাড়া ৯ জন JN1-এ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পাশাপাশি কর্নাটকে ৮ জন, কেরালায় ৬ জন, তামিলনাড়ুতে ৪ জন এবং তেলঙ্গানায় ২ জন এই ভ্যারিয়ান্টে আক্রান্ত।
করোনার নয়া ভ্যারিয়েন্ট-এর উপসর্গ কী ?
উপসর্গ হতে পারে মৃদু থেকে মাঝারি। আক্রান্তদের জ্বর, সর্দিকাসির সাথে সাথে গলার সংক্রমণ এবং হতে পারে মাথার যন্ত্রণাও। শ্বাসকষ্টও দেখা দিচ্ছেআবার অনেক রোগীর ক্ষেত্রে। তবে ৪-৫ দিনের মধ্যে সেটা সেরেও যাচ্ছে। এছাড়া তীব্র ক্লান্তি, অখিদে, গা বমি ভাব, এছাড়াও পেশির জয়েন্টে দুর্বলতা আসতে পারে।
সতর্কতা কী কী নেবেন ?
১)ভিড় স্থান এড়িয়ে চলুন, বাইরে বেরোলে সর্বদা মাস্ক পরুন।
২) শুধুমাত্র খাওয়ার আগে কিংবা পরে নয়, ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস ফিরিয়ে আনুন
৩) প্রয়োজন ছাড়া অযথা বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
৪) বাড়ির বাইরে থেকে এলে কুসুম গরম জলে একটু লবণ দিয়ে ভালভাবে গারগেল করতে হবে।
উল্লেখ্য, এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত এক মাসে । কিন্তু কত শতাংশ মানুষ নতুন সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত, তা পুরোপুরি স্পষ্ট নয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম