Covid-19 in Kolkata: কলকাতায় ৪ জনের দেহে করোনার হদিস! নয়া সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ

।। প্রথম কলকাতা ।।

Covid-19 in Kolkata: করোনার নয়া সংক্রমণ JN.১ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷ এই প্রজাতির সংক্রমণের ফলে ইনফেকশন লোড বাড়ছে বেশি ও হসপিটালাইজেশনও বাড়ছে৷ নববর্ষ বরণের আর মাত্র ৪ দিন বাকি। যার কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই দেশের একাধিক রাজ্যে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট নিয়ে শুরু হয়েছে উদ্বেগ।

করোনা সংক্রমিত কেষ্টপুরের এক বৃদ্ধা। দিন কয়েক আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অন্যদিকে, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিন জন রোগীর দেহে করোনার খোঁজ মিলেছে। তিন জনই এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন। আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, করোনা সংক্রমিতরা হলেন, বালিগঞ্জের ৮৩ বছর বয়সি বৃদ্ধ, সন্তোষপুরের ৭৯ বছর বয়সি বৃদ্ধা এবং হাওড়ার দানেশ শেখ লেনের ৮৩ বছরের বৃদ্ধা। গত সপ্তাহে কলকাতায় পর পর দু’দিন আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। তালিকায় ছিল ছ’মাসের এক শিশুও।

উল্লেখ্য, ডিসেম্বরের শুরু থেকেই JN.১ নামে নতুন একটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট এর প্রাদুর্ভাব দেখা যায়। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এই নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্ট আক্রান্ত হলে রোগীর শরীরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে, বমি হতে পারে।

Exit mobile version