।। প্রথম কলকাতা ।।
COVID in WB: স্বস্তি নেই। নজরদারি বাড়াতেই রাজ্যে ধরা পড়ল ৫ করোনা সংক্রমিতের হদিশ। শুরুটা হয়েছিল সেই ২০১৯ সালে। তারপর মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। গোটা পৃথিবী কাটিয়েছে হরর মুভির দৃশ্যের মতো। অভিশপ্ত লকডাউনের কারণে ধ্বস নেমেছিল অর্থনীতিতে। করোনা সংক্রমণের ঢেউ সামলে গোটা পৃথিবী যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, অর্থনীতির ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক তখনই আবার নতুন আশঙ্কা। অযথা আতঙ্কিত হবে না। সাবধানে থাকুন। একটু সতর্কে চলাফেরা করুন। কারণ আবার নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে।
আপাতত পাওয়া আপডেট অনুযায়ী, রাজ্যে বর্তমানে কোভিড পজিটিভের সংখ্যা ৫। যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। আর বাকি দুজন রয়েছেন হোম আইসোলেশনে। জানলে খারাপ লাগবে, এই যে তিনজন হাসপাতালে রয়েছেন তার মধ্যে একজনের বয়স মাত্র ৬ মাস। বিশ্বজুড়ে এখন নতুন উদ্বেগের নাম করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১।
৬ মাসেই ওই শিশু বিহারের বাসিন্দা। এখন ভর্তি রয়েছে কলকাতার মেডিকেল কলেজে। অপর দুজন করোনা সংক্রমিত ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। সম্প্রতি নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে করোনা। ভারতের মধ্যে কেরালায় গ্রাফ্রউর্ধ্বমুখী। বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র। ইতিমধ্যেই সমস্ত রাজ্য থেকে শুরু করে কেন্দ্রশাসিত অঞ্চল গুলোকে পাঠানো হয়েছে কোভিড গাইডলাইন। সংক্রমণ হার এবং পরিস্থিতি নিয়ে নবান্নে হয়েছে জরুরি বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। রাজ্য জুড়ে আরো জোরদার করা হয়েছে নজরদারি। এই সময়টা আতঙ্কিত না হয়ে, একটু সতর্ক এবং সাবধানে থাকুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম