Winter Fashion : ক্রিসমাস-নিউ ইয়ারের পার্টিতে হয়ে উঠুন অনন্যা, সংগ্রহে রাখুন এই পোশাক

।। প্রথম কলকাতা ।।

Winter Fashion : ডিসেম্বর মাস এলেই কেমন জানি একটা উৎসবের আমেজ থাকে আশেপাশে। একে তো বিয়ে বাড়ির আমন্ত্রণ আসতে থাকে আর তার উপরে ক্রিসমাস পার্টি, থার্টিফার্স্ট নাইট, নিউ ইয়ার পার্টি কত আয়োজন! এইসব পার্টিতে যেতে সবারই বেশ ভালো লাগে। কিন্তু শীতকালে কোথাও যাওয়ার আগে সবার প্রথম মাথায় চিন্তা আসে এবার কী পরে যাওয়া হবে? যেহেতু ডিসেম্বরে ঠাণ্ডাটা বেশ জাঁকিয়েই পড়ে তাই গরম পোশাক মাস্ট। কিন্তু আগের বার পার্টিতে যে গরম পোশাক পরা হয়েছিল এইবারও সেটা পরতে আর ইচ্ছে করে না।

কারণ আগের বারের পার্টি লুকের সাথে এইবারের পার্টি লুক ম্যাচ করতে কেইবা চাইবেন । তার উপরে এখন আরও সমস্যার সৃষ্টি করে ফটো । আগের বছরের ফটো ঘেঁটে দেখলেই আর এ বছর পুরনো গরম পোশাক গায়ে তুলতে মন চাইবে না । তাহলে উপায় কী ? একেবারে বেসিক কিছু গরম পোশাক আপনার সংগ্রহে রাখুন। যা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আর তাতে লুক রিপিট করার মতো রিস্কটাও থাকবে না।

১. পার্টিতে পরে যাওয়ার মত দু-এক ধরনের সোয়েটার অবশ্যই কিনে রাখুন। এগুলি খুব বেশি দাম দিয়ে কেনার প্রয়োজন পড়বে । না কারণ হাজার টাকার মধ্যে বাহারি রকমের স্টাইলিশ সোয়েটার বাজারে পাওয়া যাবে। একটা জিন্স কিংবা হাঁটুর লেন্থে কোন স্কার্ট এর সাথে পেয়ার আপ করলে দারুন মানাবে। আর ঠান্ডার হাত থেকেও আপনি বেঁচে যাবেন।

২. আগেকার দিনে যেমন মহিলারা লম্বা কোর্ট পরতেন মাঝে সেরকম কোর্ট আর বিশেষ দেখা যেত না। কিন্তু আবার সেটা ফ্যাশন বাজারে ইন । আপনি যদি ক্রিসমাস কিংবা নিউ ইয়ারের শাড়ি পড়তে চান অথবা কোন লং ড্রেস পড়তে চান তার ওপরে একটা লং কোর্ট পরে নিতেই পারেন । কিন্তু সেই কোর্টের রং যতটা সম্ভব গাঢ় রাখার চেষ্টা করবেন।

৩. উলের লেগিংস একটা দারুণ অপশন। একে তো ঠান্ডা তার ওপরে ট্রেন্ডিং ফ্যাশনকে ফলো করতে গিয়ে নাজেহাল অবস্থা । তাই একটা উলের লেগিংস আপনাকে নতুন লুক দিতেও সাহায্য করবে । একই সঙ্গে আপনার পা কে কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচাবে।

৪. নানান ধরনের টুপি এখন বাজারে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র বাচ্চারাই যে টুপি পরতে পারবেন এমন কোন লিখিত নিয়ম কিন্তু নেই। তাই বড়রা চাইলেও টুপির সদ্ব্যবহার করতে পারেন। কী ভাবে ? এখন বাজারে বিভিন্ন স্টাইলের টুপি দেখতে পাওয়া যায়। তার দাম খুব বেশি হলে ৫০০ টাকা । এর থেকেও কম দামে ভালো ভালো টুপি আপনি পেয়ে যাবেন। সে ক্ষেত্রে নিজের ড্রেসের সাথে ম্যাচ করে একটা টুপি সংগ্রহ করে রাখাই যায়।

৫. এখন কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে লেয়ারিং বিষয়টি ভীষণভাবে প্রচলিত। শুধুমাত্র শীত বলে নয়, গরম কালেও লেয়ারিং করতে ভালোবাসেন অনেকেই। তাই শীতে লেয়ারিং করতে ক্ষতি কিছুই নেই। একটা হাই নেক ফুল স্লিভ সোয়েটার পরুন, তার ওপরে লেদার জ্যাকেট অথবা পাফ জ্যাকেট পরতে পারেন। এমনকি এর সাথে একটা লং কোর্টো বেশ মানাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version