ত্বকের সমস্যা দূর করবে কলার খোসা, কীভাবে ম্যাজিক হবে? দাগছোপ সব উধাও

।। প্রথম কলকাতা ।।

কলা খেয়ে খোসা ফেলে দেন? একবার কলার খোসা রূপচর্চার কাজে লাগান। আর ফেলতেই ইচ্ছে করবে না। এই রূপচর্চায় একদম চকচকে হয়ে যাবে আপনার স্কিন, সেই সাথে ব্রণ ফুসকুড়ি, বলিরেখার দাগও হবে উধাও।কী ভাবে কাজে লাগাতে পারেন কলার খোসা? রইল হদিস। কলা এমন একটি ফল, যা পেট ভরায়, পুষ্টিগুণ জোগায়, শরীরের নানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা গ্রহণ করে। ভিটামিন এ, বি, সি এবং ফাইবার সমৃদ্ধ কলার খোসা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।

এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ফ্রি র‌্যাডিক্যালের সমস্যা দূর করতে এবং বলিরেখার সমস্যা মেটাতে সাহায্য করে। কিন্তু জানেন কি, শুধু কলা নয়, কলার খোসাও ফেলনা নয়? গৃহস্থালির কাজ থেকে শুরু করে রূপচর্চা— কলার খোসা ব্যবহার করতে পারেন সর্বত্র।

সব থেকে সহজ পদ্ধতি হল, কলার খোসা নিয়ে ত্বকে ঘষে নেওয়া। বলিরেখা দূর করতে, ত্বক শুষ্ক হয়ে গেলে, পা ফাটার সমস্যায় কাজে আসে এই টোটকা। তবে তাড়াহুড়ো করলে হবে না, সময় নিয়ে ভাল করে ত্বকের উপর ঘষলে তবেই কাজ হবে।

এই খোসা পেস্ট করে বা ফেসপ্যাক তৈরি করে আপনার ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। কলার খোসায় প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, প্রদাহরোধী এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে। এগুলো শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। উপরন্তু, এর পটাসিয়াম রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং দাগ কমাতে সাহায্য করে।

কলার খোসায় ভিটামিন বি ৬, বি ১২, জিঙ্ক, অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় ত্বকের জন্য বেশ উপকারী এটি। কলার খোসা, সামান্য কলা মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার মিশ্রণটির সঙ্গে এক চামচ মধু, এক চামচ দই ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং ঘাড়ে ভাল করে লাগিয়ে নিন। মিনিট ১৫ পরে ভাল করে ধুয়ে নিলেই জেল্লা আসবে ত্বকে।

দাঁতের হলুদ ভাব কাটাতেও কলার খোসা কাজে লাগে। প্রতি দিন সকালে মুখ ধুয়ে কলার খোসার ভিতরের অংশ দাঁতে ঘষুন কিছু ক্ষণের জন্য। এর পর সাধারণ টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন। এই উপায়ে সপ্তাহখানেকেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

চোখের তলার কালি কিছুতেই কমছে না? কলার খোসা টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে খোসাগুলি বার করে চোখের উপরে বসিয়ে নিন। কয়েক দিন টানা ব্যবহার করলে বেশ ভাল ফল পাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version