Baking soda for skin: মুখের কালো জেদি দাগ দূর করবে বেকিং সোডা! কীভাবে ব্যবহার করবেন?

।। প্রথম কলকাতা ।।

Baking soda for skin: মুখের জেদি কালো দাগ ছোপ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন! কোন কিছুতেই সেই দাগ দূর করতে পারছেন না! ত্বকের এই জেদি দাগের জন্য সেরা অপশন হতে পারে বেকিং সোডা। তবে বেকিং সোডা ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। এটি ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে।

•কনফ্লাওয়ার, হলুদ আর বেকিং সোডার একটি মিশ্রণ বানিয়ে তাতে চার টেবিল চামচ গোলাপজল আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে অন্তত কুড়ি থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ পর বুঝতে পারবেন ব্রনের দাগ, বলি রেখা সহ ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।

•টমেটোর রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি মূলত প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্টে সমৃদ্ধ, যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। কয়েক টুকরো টমেটোর রসের সঙ্গে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ত্বকে হালকা করে ম্যাসাজ করতে পারেন। কয়েক সপ্তাহ পরই হাতেনাতে ফল পাবেন।

•দাগহীন মসৃণ ত্বক পেতে ব্যবহার করুন বেকিং সোডা আর গোলাপ জলের প্যাক। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই ফেসপ্যাক ব্যবহার করলে বেশ উপকার পাবেন।

•২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে তিন টেবিল চামচ ভিনিগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। যদি মনে হয় ত্বক একটু বেশি সংবেদনশীল তাহলে সামান্য জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে আলতো ভাবে পাঁচ মিনিট মতো ত্বকে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে এই প্যাক সপ্তাহে মাত্র এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।

•ত্বককে উজ্জ্বল করতে এবং পিগমেন্টেশন দূর করতে সামান্য নারকেল তেলের সঙ্গে তিন চার ফোঁটা লেবুর রস আর এক টেবিল চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। প্রয়োজনে কয়েক ফোঁটা ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। বেকিং সোডার সঙ্গে আপনি দুধ, নারকেল তেল, লেবুর রস, মধু এমনকি শুধু জল মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version