White spots on nails: এড়িয়ে যাচ্ছেন নখের সাদা দাগ! শরীরে লুকিয়ে ভয়ঙ্কর রোগ

।। প্রথম কলকাতা ।।

White spots on nails: সামান্য আঘাতে যদি নখ ভেঙে যায় কিংবা নখের উপর সাদা দাগ তৈরি হয়, তাহলে বিষয়টি একেবারেই হালকা ছলে নেবেন না। নখের উপর সাদা দাগ তৈরি হওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। এই সমস্যায় বহু মানুষই ভোগেন। কিন্তু এই সমস্যা কেন তৈরি হয়? এর নেপথ্যে রয়েছে প্রচুর কারণ।

নখের সাদা দাগকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লিউকোনিসিয়া। নখের এই পরিবর্তন শরীরের বিভিন্ন রোগ নির্দেশ করে। অনেকে মনে করেন, নখের সাদা দাগ ক্যালসিয়ামের অভাবের কারণে হয়। পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত পানীয় বা খাবার গ্রহণ না করা এর একটি বড় কারণ। বিশেষজ্ঞদের মতে, নখের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যার কারণে নখের এই অংশ সাদা দেখতে পাওয়া যায়। এটি শুধু ক্যালসিয়ামের অভাবের কারণে হয় না। বরং বিবর্ণ নখ কোনো ধরনের সংক্রমণ, পুষ্টির ঘাটতি বা শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যাকে নির্দেশ করে। নখের বাদামী বা গাঢ় রং থাইরয়েড কিংবা অপুষ্টির কারণে হতে পারে। শরীরে আয়রনের ঘাটতি হলে নখ সাদা হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ম্যালেরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের সময় নখ সাদা হয়ে যায়। তবে এসব চিকিৎসক পরীক্ষার পর সিদ্ধান্ত নেন।

নখের সাদা দাগগুলি জন্ডিস বা লিভার সম্পর্কিত অন্যান্য রোগের ইঙ্গিত দেয়। যদি নখ রুক্ষ হয়ে যায় বা খুব দ্রুত ভেঙে যায়, তাহলে শরীরে ভিটামিন ‘সি’, ফলিক অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতির দিকে ইঙ্গিত করে। থাইরয়েডের সমস্যার কারণেও এমন হতে পারে। এমন পরিস্থিতিতে, উদ্বিগ্ন হবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। নেইলপলিশ, গ্লস, নেইলপলিশ রিমুভারের অ্যালার্জি আপনার নখে সাদা দাগ সৃষ্টি করতে পারে। অ্যাক্রিলিক বা জেল নখ ব্যবহার করা আপনার নখের ক্ষতি করতে পারে এবং এই সাদা দাগের কারণ হতে পারে। খনিজ বা ভিটামিনের ঘাটতি থাকে তবে আপনি আপনার নখ বরাবর সাদা দাগ বা বিন্দু বিন্দু দাগ তৈরি হয়।

অন্যান্য কারণের তালিকায় রয়েছে ভগ্ন স্বাস্থ্য, কিডনির দুর্বলতা, নিউমোনিয়া, সোরিয়াসিস, হৃদরোগ, একজিমা প্রভৃতি। যদিও এই কারণগুলো খুবই বিরল, তবুও নখের সাদা দাগ নিয়ে চিন্তিত হলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version