Prodosh Vrat 2023: নতুন বছরের শুরুতেই মিলবে শিবের আশীর্বাদ, কবে পড়েছে প্রদোষ ব্রত?

।। প্রথম কলকাতা ।।

Prodosh Vrat 2023: নতুন বছর শুরু করুন দেবাদিদেবের আশীর্বাদ নিয়ে। ২০২৩ এর প্রথম সপ্তাতেই রয়েছে প্রদোষ ব্রত (Prodosh Vrat)। নতুন বছরের জানুয়ারি (January) মাসে আপনি দুটি প্রদোষ ব্রত পাবেন। হিন্দু ধর্মে প্রদোষ ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপবাস ভগবান শিবকে উৎসর্গ করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। সপ্তাহের বার অনুযায়ী প্রদোষের গুরুত্ব আলাদা। ২০২৩ সালের প্রথম প্রদোষ ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে পালিত হবে। ভগবান শিবের আশীর্বাদ পেতে প্রদোষ ব্রত পালন করা হয়। প্রদোষ ব্রত (Prodosh Vrat) প্রতি মাসে দুবার আসে, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে। উভয় পক্ষের ত্রয়োদশী তিথিতে এই উপবাস পালন করা হয়। সোমবার প্রদোষ ব্রত পড়লে তাকে সোম প্রদোষ বলে। মঙ্গলবার পড়লে একে বলা হয় ভৌম প্রদোষম এবং শনিবারকে বলা হয় শনি প্রদোষম। এই ব্রতের উপবাস সূর্যাস্তের সময়ের উপর নির্ভর করে।

২০২৩ সালের প্রথম প্রদোষ ব্রত

পঞ্চাং অনুসারে, পৌষ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি ৩ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টা ০১ মিনিট থেকে শুরু হবে। এই তিথি থাকবে পরের দিন ৪ জানুয়ারি বুধবার দুপুর ১২টা পর্যন্ত। বুদ্ধ প্রদোষ ব্রত ৪ জানুয়ারী প্রদোষ পুজোর মুহুর্তের ভিত্তিতে পালিত হবে।

প্রদোষ ব্রতের পুজোর শুভ মুহুর্ত

বুদ্ধ প্রদোষ ব্রত পুজোর জন্য শুভ সময় ৪ জানুয়ারি সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট থেকে রাত্রি ৮ টা ২১ মিনিট পর্যন্ত বৈধ। এ সময় ভগবান ভোলেনাথের পুজো করা উচিত। অভিজিৎ মুহুর্ত দুপুর ১২টা ১৩ মিনিট থেকে ১২টা ৫৭মিনিট পর্যন্ত।

প্রদোষ উপবাস পালনের তিনটি শুভ যোগ

নতুন বছরের প্রথম প্রদোষ উপবাস তিনটি শুভ যোগে পালিত হবে। ০৪ জানুয়ারি রাত ০১টা ৫৩ মিনিট পর্যন্ত প্রীতি যোগ রয়েছে। এরপর শুরু হচ্ছে আয়ুষ্মান যোগ। এগুলি ছাড়াও রবি যোগও গঠিত হচ্ছে, যা সকাল ৭টা ৮ মিনিট থেকে ৯ টা ১৬মিনিট পর্যন্ত থাকবে। এই তিনটি যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version