Vastu Shastra: নিত্য পুজোয় ধূপকাঠি জ্বালাচ্ছেন ? সপ্তাহের কোন দুই দিন এড়িয়ে চলবেন এই কাজ

।। প্রথম কলকাতা ।।

Vastu Shastra: সাধারণত প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতেই নিত্য পুজোর নিয়ম প্রচলিত রয়েছে। প্রতিদিন অল্পস্বল্প আয়োজনের মাধ্যমে নিত্য পুজো (Puja) সম্পন্ন করে থাকেন সনাতন ধর্মীরা। সেখানে পুষ্প, দীপ, ধূপ এবং ভোগের আয়োজন থাকে। তবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছেন, নিত্য পুজো দেওয়ার সময় সঠিক মন্ত্র যদি জানা না থাকে তাহলে তা কোন কাজে আসে না। একই রকম ভাবে দেবতার উদ্দেশ্যে খাবার নিবেদন ও নিজের মনস্কামনা জানাতেও সঠিক মন্ত্র উচ্চারণের প্রয়োজন রয়েছে।

সাধারণত যখনই পুজো দেওয়া হয় তখনই ধূপকাঠি (Dhupkathi) ধরানো হয়ে থাকে ঘরে। সেই ধূপকাঠি দিয়ে যে সুগন্ধ বেরিয়ে আসে। তাতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এমন মনে করেন বহু গৃহস্থ। যার কারনে ধূপকাঠির গন্ধ কখনও উগ্র হয় না। তবে বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহের প্রতিদিন ধূপকাঠি জ্বালানো উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির (Negative Energy) আগমন বাড়তে পারে। বিশেষ করে দুটি এমন দিন রয়েছে যেই দিনগুলিতে কোনভাবেই ধূপকাঠি জ্বালানো উচিত নয়। বাস্তু মতে সপ্তাহের রবিবার এবং মঙ্গলবার ধূপকাঠি না জ্বালিয়েই পুজো অর্চনা করা উচিত।

এই নিয়মের নেপথ্যে রয়েছে আরও একটি নিয়ম। আসলে সপ্তাহের এই দুই দিন বাঁশ পোড়ানোকে (Burning Bamboo) অশুভ বলে মনে করা হয়। পূর্বে ধূপকাঠি বাঁশকে একেবারে শুরু শুরু করে কেটে তারপরে তৈরি করা হতো। তাই ধুপকাঠি জ্বালালেই বাঁশ পোড়ানো হয়ে যেত। এই কারণে সপ্তাহের ওই দুই দিন ধুপকাঠি জ্বালানোকে অশুভ বলে ধরে নেওয়া হয়। সেই রীতি এখনও পর্যন্ত চলছে। যদিও বর্তমানে ধূপকাঠি তৈরি করার জন্য বাঁশের বিকল্প হিসেবে আরও অন্যান্য কাঠি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু নিয়ম সেটাই হয়ে গিয়েছে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাঁশ পোড়ালে পরিবারের সদস্যরা আর্থিক এবং মানসিক ক্ষতির মুখোমুখি হয়। এছাড়াও পারিবারিক শান্তি নষ্ট হয়। কোন বড় ধর্মীয় অনুষ্ঠানে ধূপকাঠির ব্যবহার করতে নেই । শুধুমাত্র এই বাঁশ না পোড়ানোর নিয়মের জন্য। বলে রাখা ভালো, প্রতিবেদনে উল্লেখিত এই তথ্যগুলি একেবারেই প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে সাধারণ জ্ঞানের জন্য জানানো হয়েছে। এই সম্পর্কে আরও নিঁখুত তথ্য সংগ্রহ করার জন্য অবশ্যই বাস্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version