Flipkart Year End Sale: দামি Apple Airpods Pro মিলছে মাত্র 1,500 টাকায়, অবিশ্বাস্য ডিল

Flipkart Year End Sale : Apple এর মারকাটারি প্রোডাক্ট Airpods Pro পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য কম দামে। বছর শেষে ফ্লিপকার্টের নতুন অফার।

।। প্রথম কলকাতা ।।

বিদায় বেলায় 2022 এর শেষ আমেজটুকু নিংড়ে নিতে দারুন সেলের আয়োজন করেছে Flipkart। আর এই সেলে একাধিক প্রোডাক্ট-এ দেওয়া হয়েছে ভারী ছাড়। এর সাথে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ডিসকাউন্ট ও অফার। সবমিলিয়ে যারা নিয়মিত Flipkart থেকে অর্ডার করে থাকেন তাদের কাছে থাকছে ভালো সুযোগ। 2022 Flipkart Year End Sale অন্যতম আকর্ষণ Apple Airpods Pro। এটি সংস্থার সর্বাধিক বিক্রি হওয়া ইয়ারবাডের মধ্যে একটি। এতে রয়েছে দারুন নয়েজ ক্যানসেলেশন ফিচার।

তবে Airpods Pro 2 এ দুটি জেনারেশন রয়েছে। ফিচারের দিক দিয়ে যৎসামান্য ফারাক থাকলেও দামে রয়েছে বিস্তর পার্থক্য। তাই অনেকেই এই ইয়ারবাডের প্রথম জেনারেশন ইয়ারবাড কেনার দিকেই ঝোঁকেন। এই ইয়ারবাডের বর্তমান বাজারমূল্য 20,990 টাকা। তবে Flipkart সেলে এটি পেতে পারেন মাত্র 1,500 টাকায়। কী ভাবে চলুন জানা যাক।

 

আরও পড়ুন : Xiaomi ও Redmi-র এই 13টি ফোনে চালু Jio True 5G, অ্যাক্টিভেট করলেই মিলবে আনলিমিটেড ডেটা

 

Flipkart Year End Sale 2022

যেমনটি প্রতিবেদনে বললাম এটির দাম Flipkart সেলে 20,990 টাকায় তালিকাভুক্ত। তবে অতিরিক্ত 10% ডিসকাউন্ট পাওয়া যাবে ICICI ব্যাঙ্ক এবং Bank Of Baroda ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI লেনদেন করলে। ফলস্বরূপ 2,000 টাকা দাম কমে গেল ইয়ারবাডটির। উপরন্তু, মিলবে একটি এক্সচেঞ্জ অফার যা Flipkart এই সেলে রেখেছে। যে কোনও পুরাতন স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 17,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। (তবে খেয়াল রাখার বিষয়, এক্সচেঞ্জ ভ্যালুর সর্বাধিক লাভ পাওয়ার জন্য ফোনের অবস্থা ভালো হতে হবে)। অর্থাৎ সবমিলিয়ে ইয়ারবাডের দাম দাঁড়ালো 1,490 টাকা।

 

আরও পড়ুন : এক চার্জে 10 দিন! ব্লুটুথ কলিং ও AMOLED ডিসপ্লের সাথে লঞ্চ হল Boult Rover স্মার্টওয়াচ

 

Airpods Pro প্রথম জেনারেশন স্পেসিফিকেশন

এই ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলশন, ট্রান্সপারেন্সি মোড, ডুয়াল বেয়ামফোর্মিং মাইক্রোফোন, ইনওয়ার্ড ফেসিং মাইক্রোফোন, মোশন ডিটেক্টিং একসেলেরোমিটার, স্পিচ ডিটেক্টিং একসেলেরোমিটার এবং H1 চিপ। এ ছাড়া উপস্থিত ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। এটি সিঙ্গেল চার্জে 5 ঘন্টা টানা ব্যাটারি পরিষেবা দেয়। রয়েছে ব্লুটুথ 5 ভার্সন, IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট সহ একগুচ্ছ অন্যান্য ফিচার্স।

Exit mobile version