Xiaomi ও Redmi-র এই 13টি ফোনে চালু Jio True 5G, অ্যাক্টিভেট করলেই মিলবে আনলিমিটেড ডেটা

Jio True 5G : রিলায়েন্স জিও এর সাথে গাঁটছাড়া বেঁধেছে Xiaomi। ফলস্বরূপ Mi ও Redmi এর একাধিক ডিভাইজে জিও ট্রু ৫জি আপডেট আসতে শুরু করেছে।

।। প্রথম কলকাতা ।।

Xiaomi এর একাধিক স্মার্টফোনে Jio True 5G আপডেট এসে গিয়েছে। Airtel এর সাথে পাল্লা দিয়ে দ্রুত গতিতে 5G পরিষেবা দিতে শুরু করেছে মুকেশ আম্বানির সংস্থা। শুধু তাই নয়, ওয়েলকাম অফার হিসাবে আনলিমিটেড ডেটা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Jio। ফোনের সেটিংসে গিয়ে সামান্য কয়েকটি পরিবর্তন করলেই চালু হয়ে যাবে হাই-স্পিড 5G পরিষেবা। তার আগে জানুন কোন কোন Xiaomi ও Redmi ফোনে চালু হল এই নেটওয়ার্ক।

Xiaomi ও Redmi এর 13টি ফোনে Jio True 5G

• Mi 11 Ultra 5G
• Xiaomi 12 Pro 5G
• Xiaomi 11T Pro 5G
• Redmi Note 11 Pro+ 5G
• Xiaomi 11 Lite NE 5G
• Redmi Note 11T 5G
• Redmi 11 Prime 5G
• Redmi Note 10T 5G
• Mi 11X 5G
• Mi 11X Pro 5G
• Redmi K50i 5G
• Xiaomi 11i 5G
• Xiaomi 11i HyperCharge

উক্ত ফোনগুলির মধ্যে যদি একটিও ব্যবহার করেন তাহলে নিম্নলিখিত সেটিংস পরিবর্তনটি অনুসরণ করুন। তবে তার আগে জেনে রাখুন, আপাতত Jio True 5G পরিষেবা কোন কোন শহরে চালু হয়েছে।

 

আরও পড়ুন : দেশের ১৮ টি শহরে চালু Airtel 5G পরিষেবা, কীভাবে অ্যাক্টিভেট করবেন ফোনে?

 

জিও ট্রু ৫জি চালু হয়েছে যেসব শহরে (Jio True 5G Eligible Cities)

দিল্লী, মুম্বাই, বারাণসী, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, নাথদ্বারা, পুনে, গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গুজুরাতের ৩৩ টি জেলার সদর দপ্তরে চালু হয়েছে এই নেটওয়ার্ক। দেশের বাকি সমস্ত শহরে ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে এই নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে Jio।

জিও ট্রু ৫জি চালু করলে আনলিমিটেড ডেটা (Jio 5G Welcome Offer)

Jio True 5G অ্যাক্টিভেট করলেই মিলবে আনলিমিটেড ডেটা। উপরোক্ত শহরগুলি বসবাসকারীরা ব্যবহারকারীরা বিনামূল্যে Jio 5G পরিষেবা উপভোগ করার সুযোগ পাবেন। 1Gbps স্পিডে আনলিমিটেড ডেটা অফার করছে Jio। তবে এর জন্য আপনার ফোনে একটি ইনভিটেশন পাঠাবে টেলিকম সংস্থা।

 

আরও পড়ুন : Best 5G Phones: 20 হাজার টাকার নিচে সেরা পাঁচ 5G স্মার্টফোন! সবাই কিনছে, দারুণ ফিচার্স

 

জানা গিয়েছে, Jio থেকে 5G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য একটি ইনভিটেশন মেসেজ পাঠানো হবে গ্রাহকদের। তারপর সংস্থার সাথে তাদের নম্বর নিবন্ধন করতে হবে। নম্বর নিবন্ধন করার পরে, Jio সিদ্ধান্ত নেবে যে সেই নির্দিষ্ট ব্যবহারকারী Jio True 5G ব্যবহার করার যোগ্য কিনা। আর এই আনলিমিটেড ডেটা বৈধ থাকবে আপনার ফোনে থাকা বর্তমানে প্ল্যানের মেয়াদ পর্যন্ত।

কীভাবে ফোনে Jio True 5G অ্যাক্টিভেট করবেন? (How to activate Jio 5G)

ইনভিটেশন মেসেজ পেয়েও যদি অ্যাক্টিভেট না করে থাকেন তাহলে শীঘ্রই সেটি করে নিন। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে Mobile Network অপশনে ট্যাপ করুন। তারপর Jio Sim সিলেক্ট করুন। এবার Preferred Network Type অপশনে ট্যাপ করুন। এখানে 5G Network সিলেক্ট করলেই Jio 5G পরিষেবা চালু হয়ে যাবে ফোনে।

Exit mobile version