এক চার্জে 10 দিন! ব্লুটুথ কলিং ও AMOLED ডিসপ্লের সাথে লঞ্চ হল Boult Rover স্মার্টওয়াচ

Boult Rover Smartwatch : ফোনের মতো রয়েছে AMOLED ডিসপ্লে। ঝড়-বৃষ্টিতেও সুপারফাস্ট চলবে Boult এর নতুন স্মার্টওয়াচ।

।। প্রথম কলকাতা ।।

যত দিন গড়াচ্ছে ততই আধুনিক ও ফিচার্স সমৃদ্ধ হচ্ছে স্মার্টওয়াচগুলি। একে একে যুক্ত হচ্ছে ব্লুটুথ কলিং ও AMOLED ডিসপ্লে-র মতো নজরকাড়া ফিচার। ঠিক সেরকমই ঠাসা বৈশিষ্ট্য নিয়ে সম্প্রতি বাজারে এল নতুন Boult Rover স্মার্টওয়াচ। কিছুদিন আগেই একযোগে তিনটি স্মার্টওয়াচ লঞ্চ করেছিল Boult। মজার বিষয় হল, প্রত্যেকটিতেই আলাদা আলাদা ইউনিক ফিচার দেওয়া হয়েছিল। এই Boult Rover স্মার্টওয়াচেও বৈশিষ্ট্যর কোনও খামতি রাখনি সংস্থা।

Boult Rover স্মার্টওয়াচের দাম ও প্রাপ্যতা

ভারতে এই স্মার্টওয়াচটি লঞ্চ হয়েছে 2,999 টাকায়। দুটি বান্ডিলে এটি উপলব্ধ। প্রথমটি ক্লাসিক সুইচ ভার্সন যেখানে বাদামী রঙের চামড়া স্ট্র্যাপ হিসাবে রয়েছে যার সাথে একটি কমলা স্ট্র্যাপ যুক্ত (কোন অতিরিক্ত খরচ ছাড়াই এটি পাওয়া যাবে)। দ্বিতীয়টি ফ্লিপ ভার্সন যার প্রাথমিক স্ট্র্যাপের রঙ কালো এবং এই বান্ডিলে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই সবুজ এবং নীল স্ট্র্যাপ পাওয়া যাবে। Boult এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা Flipkart থেকে এটি অর্ডার করা যাবে।

 

boult rover smartwatch

 

আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও

 

Boult Rover স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

600 নিটস ব্রাইটনেস সহ 1.3 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে এটিতে। 150 টির বেশ ক্লাউড ভিত্তিক ওয়াচ ফেসেস উপলব্ধ।
স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচারের পাশাপাশি এটিতে সিঙ্গেল চিপ রয়েছে যা কম শক্তি খরচের সাথে স্থিতিশীল কলিং নিশ্চিত করে। এ ছাড়া হার্ট রেট সেন্সর, একটি SpO2 সেন্সর, একটি স্লিপ ট্র্যাকার, একটি পিরিয়ড ট্র্যাকার ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান।

Boult Rover স্মার্টওয়াচে রয়েছে প্রায় 100 টি স্পোর্টস মোড যার মধ্যে অন্তর্ভুক্ত রানিং, সুইমিং, ওয়াকিং, যোগা, রোপ স্কিপিং ইত্যাদি শারীরিক ক্রিয়াকলাপ। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন পাওয়া যাবে এটিতে।

 

আরও পড়ুন : আড়াই হাজারে সেরা স্মার্টওয়াচ! ব্লুটুথ কলিং, দুর্দান্ত ব্যাটারির সাথে লঞ্চ হল Noise ColorFit Loop

 

ইউজারদের সুবিধার্থে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারও রয়েছে স্মার্টওয়াচে। সংস্থার দাবি, এটি ধুলো-বালি ঝড় জল বৃষ্টিতেও এই স্মার্টওয়াচ সুরক্ষিত থাকবে কারণ এটি IP68 রেটিং যুক্ত। এবং এটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় কমবেশি আড়াই ঘন্টা আর ব্যাটারি লাইফ প্রদান করে টানা 10 দিন।

Exit mobile version