Tips For Good Luck: মকর সংক্রান্তিতে এইভাবে তুষ্ট করুন সূর্যদেবকে, ভবিষ্যতে সাফল্য নিশ্চিত

।। প্রথম কলকাতা ।।

Tips For Good Luck: বছরের বারোটি মাসে সূর্য প্রত্যেক রাশিতে গোচর করে। জ্যোতিষ শাস্ত্র বলছে, এক একটি রাশিতে সূর্য প্রায় একমাস ধরে অবস্থান করে। সেই হিসেবে বারোটি রাশিতে সূর্যের অবস্থান হয় বারোমাস (Twelve Months)। তারমধ্যে হিন্দু ধর্মে মকর রাশিতে সূর্যের অবস্থানকাল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ সেই সময় থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ন। এমনিতেও সনাতন ধর্মে মকর সংক্রান্তির যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই মকর সংক্রান্তির (Makar Sankranti) দিনেই বিভিন্ন আচার নিয়ম পালন করা হয়।

বিশেষজ্ঞ জ্যোতিষবিদরা (Astrologer) বলেন, সূর্য হল সম্মান, গর্ব, শক্তি এবং খ্যাতির প্রতীক। তাই যে ব্যাক্তি সূর্যকে তুষ্ট করতে পারে তাঁর জীবনে অসফলতা কখনই দেখা দেয় না। নবগ্রহের রাজা সূর্যকে যদি তুষ্ট করা যায় তাহলে জীবনে একাধিক সমস্যার সমাধান হয়। যার জন্ম থাকে সূর্যের দুর্বল অবস্থান রয়েছে, তিনি যতই পরিশ্রম করুন না কেন সাফল্য তাকে কখনই ছুঁতে পারে না। তাই সেই সকল ব্যক্তিদের জন্যও রয়েছে কিছু উপায় । যার মাধ্যমে তাঁরা সূর্যদেবের (Surya Dev) আশীর্বাদ পেতে পারেন। মকর সংক্রান্তিতে সূর্যদেবের আশীর্বাদ লাভ করার জন্য বেশ কিছু কাজ করতে পারেন সেই সকল ব্যক্তিরা। যেমন-

মকর সংক্রান্তিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় , গোটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব পালন করা হয়। যদিও মকর সংক্রান্তির এই উৎসব এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কিন্তু এর মাহাত্ম্য সকলের কাছেই প্রায় এক। এই কারণে মকর সংক্রান্তিকে গুরুত্ব দিয়ে থাকেন সনাতন ধর্মীরা। বলে রাখা ভালো, সূর্যকে তুষ্ট করার উপায় সম্পর্কিত যে সকল তথ্যগুলি প্রতিবেদনে দেওয়া হয়েছে তা সবই সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে। সূর্যদেবের আশীর্বাদ পেতে আর কী কী করা উচিত তা জানতে অবশ্যই কোন বিশেষজ্ঞ জ্যোতিষবিদের পরামর্শ গ্রহণ করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version