Alum Health Benefits: একাধিক রোগ থেকে দূরে রাখে ফিটকিরি, জানেন সঠিক ব্যবহার?

।। প্রথম কলকাতা ।।

Alum Health Benefits: একটি ফিটকিরি আপনার ভাগ্য বদলে দিতে পারে, কীভাবে জানেন? একাধিক রোগ থেকে দূরে রাখে ফিটকিরি, জানেন ফিটকিরির সঠিক ব্যবহার? আমাদের অনেকের বাড়িতেই এই সাদা রঙের পাথর রাখা থাকে। এই শ্বেতপাথরকে আমরা ফিটকিরি নামেই চিনি।ফিটকিরির ব্যবহার আজকের নয়, প্রাচীনকাল থেকেই। সাদা এই পাথরের অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে এর অনেক ঔষধি গুণ রয়েছে যা আমাদের রোগ থেকে রক্ষা করে। এছাড়াও অনেকেরই বিশ্বাস, ফিটকিরি বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি আসতে পারে না।

অনেকে ফার্স্ট এইড বক্সেও ফিটকিরি রাখেন। কারণ যখনই পরিবারের শিশু বা বৃদ্ধরা আঘাত পান বা কেটে-ছড়ে যায়, সেই অংশ ফিটকিরি দিয়ে পরিষ্কার করেন। চলুন জেনে নেওয়া যাক ফিটকিরির একাধিক উপকারিতার কথা! আর ব্যবহারের সঠিক পদ্ধতি গুলি।

ফিটকিরি ইউরিন ইনফেকশন দূর করে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণাগুণ ফিটকিরিতে পাওয়া যায়, যা ইউরিন ইনফেকশন দূর করতে সহায়ক। গোপনাঙ্গ ফিটকিরির জল দিয়ে পরিষ্কার করা হয়, যা সংক্রমণ কমায়।

ছোট খাটো চোটেও কাজে দেয়। প্রায়শই ছোট শিশু এবং বৃদ্ধরা অনেক সময় আঘাত পায় যার কারণে তাদের রক্ত ​​বের হতে থাকে। আঘাতের স্থান ফিটকিরির জল দিয়ে পরিষ্কার করলে রক্তপাত বন্ধ হয়। এছাড়াও, এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণের ঝুঁকি কমায়। বাড়িতে মায়েরা সন্তান আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করতে পারেন।

ত্বকের জন্যও উপকারী দারুন উপকারী। ফিটকিরির জল দিয়ে মুখে ম্যাসাজ করলে মুখ পরিষ্কার হয়। একইভাবে, এটি মুখের জন্য ন্যাচরাল ক্লিনজারের কাজ করে এবং ত্বকের সমস্যা থেকে মুক্তি দেয়।

ফিটকিরি ওরাল হেল্থের জন্যও ভাল। দাঁতের জন্য প্রাকৃতিক মাউথওয়াশ হিসেবে কাজ করে ফিটকিরি। জলেতে রেখে গার্গল করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে মুখের দুর্গন্ধের সমস্যাও দূর হয়।

অনেক সময় শ্যাম্পু মাথার ত্বকের ময়লা দূর করতে পারে না যার কারণে মাথায় উকুন দেখা দিতে শুরু করে। ফিটকিরির জল দিয়ে মাথা ধুলে তা মাথার ত্বক ও চুলের গোড়ায় গিয়ে ময়লা পরিষ্কার করে। মাথায় উপস্থিত উকুনও এর জলে মারে যায়।

ব্রণর সমস্যাও দূর করতে পারেন ফিটকিরি দিয়ে। মুখে ব্রণ হলে ব্রণের ওপরে জাস্ট ফিটকিরি ঘষে নিন৷ ব্রণ দ্রুত শুকিয়ে যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version