Poush Putrada Ekadashi 2023: সন্তানের জীবনের সব বাধা দূর হবে পুত্রদা একাদশীতে, রইল শুভ অশুভ সময়

।। প্রথম কলকাতা ।।

Poush Putrada Ekadashi 2023: নতুন বছর শুরু করুন পুত্রদা একাদশী দিয়ে। হিন্দু ধর্মে যতগুলি ব্রত রয়েছে তার মধ্যে একাদশীর উপবাসকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রতি বছর মাসে দুটি করে অর্থাৎ ২৪টি একাদশী থাকে, তবে ২০২৩ সালে ২৬টি একাদশী পাবেন। ২০২৩ সালের প্রথম একাদশী হল পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী (Putrada Ekadashi)। এই একাদশীকে অনেকে বৈকুন্ঠ একাদশী বলে থাকেন। একাদশী তিথি মানে ভগবান বিষ্ণুর আরাধনা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভক্তি ভরে পুত্রদা একাদশী (Putrada Ekadashi) ব্রত পালন করলে সন্তান সুখ লাভ করা যায়। একই দিন বিষ্ণুর আরাধনা করে পাওয়া যায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ। যার কারণে দূর হয় সংসারের অচল অবস্থা। সংসার ভরে ওঠে সুখ-সমৃদ্ধিতে। বহু নিঃসন্তান দম্পতি এই দিন উপবাস করে সমস্ত নিয়ম মেনে বিষ্ণুর আরাধনা করেন।

পৌষ পুত্রদা একাদশীর শুভ সময়

পৌষ পুত্রদা একাদশী পালিত হবে ২রা জানুয়ারি।
শুভ সময় শুরু – ১ জানুয়ারি সন্ধ্যা ৭টা ১১ মিনিট থেকে
সমাপ্ত সময় – পরের দিন অর্থাৎ ২ জানুয়ারি রাত ৮ টা ২৩ মিনিটে
পারণ – ৩ জানুয়ারি, সকাল ৭টা ১২ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত

পৌষ পুত্রদা একাদশীর পুজো পদ্ধতি

এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বসনে গঙ্গাজল, তুলসী, ফুল, দুধ, দই, পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। এই দিনে নারীরা নির্জলা উপবাস পালন করেন। আপনার স্বাস্থ্য ভালো না থাকলে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর ফল খেতে পারেন। পরের দিন ব্রাহ্মণ ভোজন এবং দান করতে পারেন। পুত্রদা একাদশী (Putrada Ekadashi) প্রতি বছর দুবার করে পালন করা হয়। একটি পৌষ মাসে এবং অপরটি শ্রাবণ মাসে। সাধারণত সন্তান কামনায় এবং যাদের সন্তান আছে তারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই একাদশী পালন করে থাকেন। এই দিন বিবাহিত দম্পতিদের দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করানোকে মঙ্গল জনক বলে মনে করা হয়।

এই একাদশীতে দান কাজের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যারা উপবাস রাখবেন তারা কখনোই বাড়ির দরজা থেকে অসহায় ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাহায্য অনুযায়ী খাদ্য কিংবা বস্ত্র দান করতে পারেন। সকালে ব্রাহ্ম মুহুর্তে স্নান করে স্বামী-স্ত্রী একসাথে বসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে সন্তান ভাগ্য ভালো হয়। একাদশীর শুভ মুহূর্তে লাড্ডু গোপালকে লাল হলুদ বস্ত্র, ফুল, ফল, পঞ্চামৃত অর্পণ করতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পুত্রদা একাদশীতে সন্তান কামনায় স্বামী-স্ত্রী গোপাল মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version