আবারও রহস্যময় রোগ চীনে! জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত বহু শিশু, রিপোর্ট চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

।। প্রথম কলকাতা ।।

আবারও রহস্যময় রোগ চীনে! সেখানের হাসপাতালগুলিতে ফের শিশুদের ভিড়। আবারও শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শি জিনপিংয়ের দেশে। ‘রহস্যময়’ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে চীনের বহু স্কুল পড়ুয়া। অসুস্থ শিশুদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বেজিংয়ের হাসপাতালগুলি।ভাঁজ পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালেও। করোনার ভয়াবহ পরিস্থিতির কথা কি করে ভুলবেন আপনারা!এখনও সেই অতিমারির প্রভাব থেকে বেরোতে পারেনি এই দেশ। বিশ্বজুড়ে করোনার জন্য দায়ি করা হয় চীনকেই। সেখানের ইউহানের ল্যাবরেটরি থেকেই নাকি ছড়িয়ে পড়েছিল এই মারণ রোগ। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে। আবার কী হলো চীনে! আবারও কি ভুগতে হবে সবাইকে?

চীন বলেছে, তাদের বেশিরভাগ শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ ছড়িয়ে পড়ছে। কিন্তু বিষয়টিকে আর এতো সহজভাবে দেখছে না কেউই। বিস্তারিত রিপোর্ট চেয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। তারা বেইজিংকে এই রহস্যময় রোগ সম্পর্কে দ্রুত যাবতীয় তথ্য পাঠাতে বলেছে। সম্প্রতি বেশ কয়েক দিন ধরেই চীনা শিশুদের মধ্যে একধরনের শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ শুরু হয়েছে।যা এর আগে কখনও দেখা যায়নি। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশন গত ১৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে রোগটিকে রহস্যজনক নিউমোনিয়া বলে উল্লেখ করেছে। রোগটিকে রহস্যজনক বলার কারণ, আক্রান্ত শিশুদের মধ্যে প্রথম পর্যায়ে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। পরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে শ্বাসকষ্টও শুরু হচ্ছে। যা মূলত নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায়।

নিউমোনিয়ার রোগীদের শ্বাসকষ্ট ছাড়াও কফ ও বুকে ঘড়ঘড় শব্দের মতো উপসর্গ দেখা যায়। তা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে দেখা যায়নি বলে দাবি করা হয়েছে।আন্তর্জাতিক জনস্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা প্রোমেড জানিয়েছে, রহস্যময় এই নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের প্রায় সবাই শিশু। চীনের বিভিন্ন শহরে এই রোগের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। সবচেয়ে বেশি প্রকোপ দেখা যাচ্ছে রাজধানী বেইজিং এবং উত্তরপূর্বাঞ্চলীয় লিওনিয়াং প্রদেশে। সেখানে এ রোগে আক্রান্তের সংখ্যা রীতিমতো উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে। এখন চীনা হাসপাতালগুলো অসুস্থ শিশুতে ভর্তি। এসব শিশু শ্বাসকষ্টে ভুগছে। এই ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও এই রোগের জন্য Covid-19 বিধিনিষেধ শিথিল করাকে দায়ী করেছে। ডব্লিউএইচও অসুস্থ শিশুদের ইনফ্লুয়েঞ্জা, SARS-CoV-2, মাইকোপ্লাজমা নিউমোনিয়া সম্পর্কিত অতিরিক্ত তথ্য চেয়েছে।

চীনে শিশুদের অসুস্থ হওয়ার সাম্প্রতিক ঘটনাগুলি কোভিড- এর মতো লক্ষণগুলির ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। অসুস্থ শিশুদের পরিবারের বক্তব্য দিয়ে একটি চীনা নিউজ চ্যানেল বলেছে, এই রোগের নতুন কোনও উপসর্গ নেই। শিশুদের শরীরের তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকছে। ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। শিশুদের চিকিৎসার জন্য চীনের হাসপাতালগুলোতে লম্বা লাইন পড়ছে। রোগ পর্যবেক্ষণ ওয়েবসাইট প্রোমেড মেইল অ্যালার্ট একজন মেডিক্যাল কর্মীকে উদ্ধৃত করে বলেছে, রোগীদের ২ ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। মেডিকেল কর্মীরা সবাই জরুরি বিভাগে আছেন। চায়না ডেইলির একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনে শ্বাসযন্ত্রের সংক্রমণ রোগের ভরা মরসুম চলছে। মানুষের মধ্যে বিভিন্ন ধরণের রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, কিছু শিক্ষকও এই রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের কারণে বেশ কিছু স্কুল বন্ধও করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version