এই সহজ উপায়ে ভাত খাওয়ার পর হাতের হলুদ দাগ উঠে যাবে!

।। প্রথম কলকাতা ।।

কব্জি ডুবিয়ে ঝোল দিয়ে মেখে ভাত খেতে ভালোবাসেন
কিন্তু হাতে যে হলুদ দাগটা হয়ে যায় ওটাই বড্ড বিরক্তিকর! হালকা রঙের নেল পলিশ তো কথাই নেই একদম হলদে রং হয়ে যায় তা বলে কি কখনো হালকা রঙের নেল পলিশ পরবেন না? হলুদ দিয়ে রান্নাও করবেন, ভাত দিয়ে মেখেও খাবেন কিন্তু হাতে হলুদ দাগ থাকবে না। আজ হলুদ দাগ তোলার সেরা টিপস বলবো আপনাকে। হাতে হলুদ দাগ নিয়ে কারোর সামনে যেতেই কেমন একটা লজ্জা করে! কিছু টিপস দুর্দান্ত কাজ দেবে।

লেবু কেটে সেটি নখের উপর ঘসতে থাকুন তার পরে কিছুক্ষণ রেখে শুকোতে দিন। শুকিয়ে গেলে ভালো করে হাত ধুয়ে নিন সাবান দিয়ে। নখের হলদেটে ভাব চলে যাবে।

লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাবের মতো আঙুল ও নখে মাখুন ত্বকের জন্যও ভালো। নখও সুন্দর থাকবে। নেলপলিশ থাকলে দাগ উঠে যাবে এই উপায়ে।

মধু ও লেবু দিয়েও একটি মিশ্রণ তৈরি করতে পারেন সেটি হাতের নখে ভালো করে লাগিয়ে নিন শুকিয়ে গেলে সেটি জল দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ ছাড়া রান্নার কথা ভাবা যায় না। সমস্যা হচ্ছে, এই খাবারগুলো খাওয়ার সময় হাতে হলদে দাগ পড়ে যায়। খুব সহজে যেতেও চায় না সেটা।

হালকা রঙের নেলপলিশ পরলে সবচেয়ে দেখতে বাজে লাগে এই কারণে অনেকেই তা পরেন না। তাদের বলছি কুসুম গরম নারকেল তেল নিন আঙুল এবং নখের যেখানে হলুদ ছোপ আছে সেখানে তেলটা মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। ভেজা তুলা দিয়ে দাগের ওপরে আলতো করে ঘষে ঘষে তেলটা তুলে নিন। তেলের সঙ্গে হলুদের দাগটাও উঠে আসবে। একটা বড় বাটির হাফ জল নিন তাতে দুই চা-চামচ অ্যাপেল সিডার ভিনিগার মেশান এবার এই মিশ্রণে মিনিট খানিকের জন্য হাতটা ডুবিয়ে রাখুন যখন তুলবেন, তখন হাতের পুরোনো উজ্জ্বলতা ফিরে পাবেন। হাতে আর কোন হলুদের দাগই থাকবে না। অ্যাপেল সিডার ভিনিগার না থাকলে সাধারণ ভিনিগারও ব্যবহার করতে পারেন বিশেষজ্ঞদের মত এমনটাই।

আরেকটা উপায়ও রয়েছে। এর জন্য লাগবে দুই রকমের তেল। চার-পাঁচ ফোঁটা করে টি-ট্রি অয়েল ও অলিভ অয়েল নিন, এবার এই দুই ধরনের তেল মিশিয়ে নিন, মিশ্রণটি নখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট পনেরো এরপর হালকা গরম জলে নখ ধুয়ে ফেলুন। একদিন করলেই ফল পাবেন না, সুফল পেতে এভাবে ব্যবহার করতে হবে নিয়মিত। এতে নখের হারানো সৌন্দর্য ফিরে পাবেন দ্রুতই। সেইসঙ্গে আঙুলে ও নখে কোনো ইনফেকশনের ভয়ও দূর হবে।

হাতের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে সুন্দর নখের উপর। নিজেকে আরও বেশী আকর্ষণীয়, স্মার্ট, ফ্যাশনেবল করতে নখের যত্ন তো নিয়মিত করতে হবে। কিন্তু রোজ ভাত খাওয়ার পরই হাতের রঙ পাল্টে যাচ্ছে। বাঙালিদের রান্না ঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী হল হলুদ। অধিকাংশ রান্নায় হলুদ গুঁড়ো ব্যবহৃত হয়। বাঙালিরা খাবারের সময়ে হাত ব্যবহার করবে না তা খুব বিরল ঘটনা। এই টিপসগুলো মেনে দেখুন হাতে আর হলুদ দাগ হবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version