COVID-19 in India: হাজির করোনার নয়া প্রজাতি, আবার বাড়বে সংক্রমণ! এই লক্ষণ থেকে সাবধান

।। প্রথম কলকাতা ।।

 

COVID-19 in India: করোনা(Corona) থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না। টানা দু’বছর দাপট চালানোর পর সম্প্রতি করোনার সংক্রমণের হার অনেকটাই কমেছিল, কিন্তু হঠাৎ করে দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ৮০০ ছাড়িয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে করোনার নয়া প্রজাতি XBB1.16 রূপের তাণ্ডব। সম্প্রতি ভারতে(India) নতুন করে যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তার পিছনে দায়ী এই নতুন প্রজাতি। ইতিমধ্যেই সংক্রমিত প্রায় ৭৬ জনের নমুনায় XBB.1.16 প্রজাতির দেখা মিলেছে।

 

স্বাভাবিক ভাবেই এখন নতুন আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি করোনা আতঙ্ক আবার ফিরে আসছে? গত ১৪ দিনে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ২৮১ শতাংশ। এর আগে বিজ্ঞানীরা ওমিক্রনের বিএ টু সাব ভ্যারিয়েন্টের এক্সবিবি ভ্যারিয়েন্টকে সুপার ভ্যারিয়েন্ট বলেছিলেন। আমেরিকায় যে করোনা সংক্রমণ হচ্ছে তার পিছনে অন্যতম দায়ী এই এক্সবিবি প্রজাতি। এর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। যদিও ভারত এবং আমেরিকার ভ্যারিয়েন্টের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। আমেরিকায় দেখা মিলেছে XBB 1.5 আর ভারতে XBB.1.16। করোনার এই প্রজাতিতে যারা সংক্রমিত হচ্ছেন, তাদের মধ্যে দেখা দেওয়া সাধারণ লক্ষণগুলির তালিকা রয়েছে গলা ব্যাথা, জ্বর, গা ব্যথা, ক্লান্তি, সর্দি, মাথা ব্যাথা, পেটে সমস্যা, শ্বাসকষ্ট প্রভৃতি। নতুন এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই যাবতীয় সতর্কতা অবশ্যই মেনে চলুন।

 

যদি দেখেন শরীরে সংক্রমণের কোন লক্ষণ দেখা দিয়েছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং বাড়ির বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। জ্বর, গলা ব্যাথা, কাশি হচ্ছে এমন মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। বিষয়টি একেবারেই হালকা ভাবে নিলে হবে না। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।

 

যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে অসুস্থ ব্যক্তি, শিশু এবং বয়স্কদের থেকে দূরে থাকুন। এমন ঘরে থাকুন যেখানে ভালোভাবে আলো বাতাস চলাচল করবে। খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার। পাশাপাশি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাত বারংবার স্যানিটাইজ করুন। সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই ভিড় এলাকা এড়িয়ে চলতে হবে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত আড়াই থেকে তিন বছরে মানুষ বুঝে গিয়েছে, করোনাসুরকে সচেতনতার মাধ্যমে সহজে রুখে দেওয়া যায়। তাই সাবধানে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হংকং ফ্লুয়ের মধ্যে দোসর হচ্ছে করোনা। ভবিষ্যতে করোনা নতুন রূপে ফিরে আসতে পারে। ভারতের নতুন করে বাড়তে পারে করোনা সংক্রমণ।

Exit mobile version