New Year Make Up Trend: ট্রেন্ডে এবার ৯০ এর দশক ! নতুন বছরে নজর কাড়বে কোন মেকআপ

।। প্রথম কলকাতা।।

New Year Make Up Trend : যারা মেকআপ প্রেমী তাদেরকে সময়ের সাথে সাথে ট্রেন্ডে (Trend) গা ভাসিয়ে চলতে হয়। কারণ ব্যাকডেটেড মেকআপ খুব একটা পছন্দ করেন না কেউ। বর্তমানে দেখা যায় পুরনো দিনের ফ্যাশন থেকে শুরু করে মেকআপ পর্যন্ত চক্রাকারে ঘুরে এই যুগে এসে সকলের পছন্দের হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ এ ট্রেন্ডে থাকবে ৯০ এর দশকের মেকআপ (90’s Makeup) । যা আপনাকে অন্যান্যদের তুলনায় কিছুটা বেশি আকর্ষণীয় করে তুলবে। এই বছর শেষ হওয়ার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। নিশ্চয়ই বর্ষবরণের উৎসবে যাওয়ার প্ল্যানিং করে রেখেছেন ?

তাহলে নিজের লুক নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা করার কোন প্রয়োজন নেই। বিশ্বাস রাখুন ট্রেন্ডের উপর। তবে জানেন কি ২০২৩ সালে কোন কোন মেকআপ লোক গুলি ট্রেন্ড করতে পারে ফ্যাশন বাজারে ? ফ্যাশন নিয়ে যাদের কাজ কারবার তাঁরাই বলছেন নতুন বছরে ৯০ এর দশকের মেকআপ সাথে প্ল্যাটিনাম চুল, বিভিন্ন রঙের প্রসাধনীর চাহিদা থাকবে তুঙ্গে । কারণ বর্তমানে মানুষ মুখের মেকআপ নিয়ে কাটাছেঁড়া করতে কোন রকম ভয় পান না । একটু ধরা বাধা ছকের বাইরে যেতে সাহস লাগে বটে কিন্তু যারা এই সাহস (Bold) দেখাতে পারেন তাঁরাই বলা যেতে পারে ট্রেন্ড তৈরি করেন। সেই চেষ্টাই আপনিও করে দেখুন একবার।

১. ব্লাশ ড্রেপিং (Blush Drapping) : এই ধরনের মেকাপ হ্যাকের সঙ্গে নিশ্চয়ই পরিচিত থাকবেন মেকআপ প্রেমীরা। সত্তরের দশকে এই ব্লাশ ড্রেপিং এক নতুন পথের সূচনা করেছিল মেকআপ দুনিয়ায়। এখানে মূলত ব্লাশ দিয়েই কন্টোরিং এর কাজটা করে ফেলা হয়। চোখের পাশ দিয়ে গাল পর্যন্ত খানিকটা C শেপে ব্লাশ লাগানো হয়। ২০২৩-এ এই লুক আবারো ফ্যাশনের আঙিনায় আসতে চলেছে। যদিও এর আগের রেড কার্পেটে ঝড় তুলেছিল এই ব্লাশ ড্রেপিং।

২. সাইরেন আইজ (Siren Eyes) : স্মোকি আই মেকআপ যতটা ড্রামাটিক লুক তৈরি করতে পারে তার থেকেও কয়েক গুণ বেশি ড্রামাটিক আই মেকআপ দিতে পারে শুধুমাত্র একটা লাইনার টেকনিক । যাকে বলা হয় সাইরেন আইজ। এক্ষেত্রে লাইনারটি এতটাই দীর্ঘ হবে যে তা আপনার সম্পূর্ণ মুখের মধ্যে শুধুমাত্র চোখটাকেই বেশি হাইলাইট করবে। ৯০ এর দশকের এই লাইনার টেকনিকটি ২০২২ সালে দারুণভাবে ভাইরাল হয়েছিল। ২০২৩-এও এর বাজার ততটাই থাকবে বলে মনে করছেন মেকআপ আর্টিস্টরা।

৩. এমবেলিশড বিউটি (Embellished Beauty) : এই ধরনের মেকআপে চোখ কিংবা মুখের কোন এক সাইডকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। আর সাজানোর জন্য ব্যবহার করা হয় ছোট ছোট বিভিন্ন রঙের চকচকে পাথর কিংবা স্টিকার পাথরের। আগে যেমন মাশকারা ব্যবহার করে ফেক ফ্রেকলস বানানো হতো ঠিক তেমনই এখন চোখের চারপাশে কিংবা মুখের কোন একটি সাইডে এই ধরনের ছোট ছোট পাথর দিয়ে ডিজাইন তৈরি করা হয়। যা কোন রেড কার্পেট লুক বা ভারী ড্রেসের সঙ্গে বেশ আকর্ষণীয় দেখতে লাগে।

এছাড়াও ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন ২০২৩ এ ট্রেন্ডে থাকছে ফেস ডায়মন্ড লুক, বোল্ড রেড লিপ, হেয়ার টিনসেল, গোল্ড নেলস এবং গ্লিটার আইলাইনার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version