Unique Temple In Himachal : ৮ মাস থাকে লোকচক্ষুর আড়ালে, পৃথিবীর কোথায় রয়েছে এমন অদ্ভুত মন্দির ?

।। প্রথম কলকাতা ।।

Unique Temple In Himachal : ভারতের বিভিন্ন প্রান্তে এমন বহু স্থাপত্য রয়েছে যা এখনও পর্যন্ত ইতিহাসের সাক্ষী। আবার কিছু কিছু মন্দির কিংবা স্থাপত্য অতিপ্রাকৃতিক ঘটনার সঙ্গে নিজেদের নাম জড়িয়ে রেখেছে। এমনও কিছু স্থান খুঁজে পাওয়া যায় যেগুলির রহস্য উদঘাটন করা বর্তমান সময়েও সম্ভব হয়ে ওঠেনি। সেই রকমই একটি মন্দির রয়েছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এই মন্দির বছরের বারো মাসের মধ্যে মাত্র চার মাস সকলের চোখের সামনে আসে। কিন্তু বাকি আট মাস এর দেখা মেলে না । শুনতেই বিষয়টি বেশ আশ্চর্যজনক মনে হয়। এটাই হল হিমাচল প্রদেশের বাথু কি লাড়ি (Bathu ki Ladi) মন্দির।

হিমাচলের কাংড়া জেলায় এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের সঙ্গে মহাভারতের (Mahabharat) একটা যোগসূত্র রয়েছে। এমনটাই বিশ্বাস করেন স্থানীয় বাসিন্দারা। জানা যায় এই বাথু কি লাড়ি শুধুমাত্র একটা মন্দির নয় , প্রায় ছয়টি মন্দির একসঙ্গে জুড়ে এই মন্দিরটি গঠন করেছে। বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি প্রায় আট মাস এই মন্দির থাকে জলের নিচে। আর মার্চ থেকে জুন মাস পর্যন্ত মন্দিরের দেখা পাওয়া যায়। কাংড়া জেলার পোং ধামের কাছে অবস্থিত হওয়ায় ওই মন্দির বছরের ৮ মাস পোংধাম হ্রদের জলের নিচেই থাকে।

এবার মনে হতেই পারে, এত দীর্ঘ সময় জলের নিচে থাকার ফলে ওই মন্দিরের গায়ে নিশ্চয়ই শ্যাওলা অথবা কোনরকম ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যাবে। কিন্তু তাজ্জব হয়ে যাওয়ার মতো বিষয় হল এই মন্দিরের গায়ে কোনরকম চিহ্ন পর্যন্ত দেখা যায় না। কারণ এই মন্দিরটি তৈরি হয়েছে বাথু নামে একটি পাথর দিয়ে। যা প্রকৃতিগতভাবে অত্যন্ত শক্তিশালী । বাথু কি লাড়ি অর্থাৎ ওই মন্দিরের ভেতরে রয়েছে শেষ নাগ এবং শ্রীবিষ্ণুর মূর্তি। এছাড়াও মন্দিরের মধ্যে পাথরের গায়ে খোদাই করা গণেশ ও কালীর মূর্তি দেখতে পাওয়া যায়। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দির থেকেই স্বর্গে যাওয়ার একটি সিঁড়ি তৈরি করার চেষ্টা করেছিলেন মহাভারতের সেই পঞ্চ পাণ্ডব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version