।। প্রথম কলকাতা ।।
মাত্র ৪ মিনিটে ধ্বংস হবে শত্রু মিনি ব্রহ্মস আসছে ভারতের হাতে। ১৪ হাজার নাকি তার থেকে বেশি ব্রহ্মস মিশাইল? জানতে স্পাই লাগাচ্ছে চীন-পাকিস্তান ব্রহ্মসের মোকাবিলা করার মতো অস্ত্র কি বেজিং এখন তৈরি করতে পারেনি? ডিআরডিও বিজ্ঞানীকে হানিট্র্যাপের ফাঁদে ফেলে পাকিস্তানী স্পাইরা জানতে চাওয়া হয়েছিল ব্রহ্মসের আপডেট শুধুমাত্র একটা তথ্য জানার জন্য জাল অনেক বছর ধরেই বিছোচ্ছে চীনও। তবে এবার হবে ডবল ধামাকা। ব্রহ্মসের যে মিনি সংস্করণ ডিআরডিও তৈরি করে ফেলেছে তা জানতে পেরে পাকিস্তানের দীর্ঘশ্বাস পড়ছে। মাত্র ৪ মিনিটে শত্রুর কাম তামাম করবে ব্রহ্মস এনজি।
এর কার্যকলাপ বলব তার আগে এটা মনে প্রাণে বিশ্বাস করে নিন। ভারতের হাতে এমূহুর্তে দাঁড়িয়ে ঠিক কত ব্রহ্মস মিশাইল আছে। এটা জানতে পারাটা যেমন সহজ নয়। তেমনই ব্রহ্মসের ধ্বংসাবশেষ নিয়ে পাকিস্তানের রিভার্স ইঞ্জিনিয়ারিংও। মুখের কথা নয় বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ২০২০ অক্টোবর চীনা মিডিয়া দাবি করেছিল দিল্লির কাছে রয়েছে ১৪,০০০ ব্রহ্মস। এই বছরেই সুখোই এমকেআই ওয়ারপ্লেনে ফিট করা হয়েছিল ব্রহ্মস মিশাইল
এবার ডিআরডিও যা করেছে তাতে চীনের হৃদযন্ত্রের আওয়াজ আরও বাড়ছে। ব্রহ্মস এমন এক মিশাইল বা ক্ষেপনাস্ত্র যাকে রামায়ণ-মহাভারতের ব্রহ্মাস্ত্র-র সঙ্গে তুলনা করেছেন। তিন সেনার সর্বাধিনায়ক CDS জেনারেল অনিল চৌহান। মিনি ব্রহ্মসের পাল্লা ২৯০ কিমি ঘন্টায় ৪৩২১ কিমি ধেয়ে যাবে এই মিশাইল। মাত্র ৪ মিনিটে ধ্বংস হয়ে যাবে শত্রু। মাত্র দেড় টনের এই মিশাইলের দৈর্ঘ্য ৬ মিটার। আগের ব্রহ্মসের সংস্করণের চেয়ে এটা অনেক বেশি হালকা প্রায় ৩ মিটার ছোটও।
এটাই তো ব্রহ্মস এনজির ইউএসবি হালকা ও ছোট হওয়ার কারণে নির্ভুলভাবে শত্রুকে টার্গেট করে। এয়ারফোর্সের মিগ, তেজস, সুখোই, তেজসে অ্যাটাচ করা যাবে। এমনকি ভারতের নৌসেনার সাবমেরিনেও বসানো যাবে এই ব্রহ্মস। ২০১৮ সালে একটা খবর চমকে দিয়েছিল সকলকে। আইএসআই-এর কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে নিশান্ত অগরওয়াল নামে এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। নাগপুরে ব্রহ্মস মিসাইল প্রজেক্টে কর্মরত ছিলেন নিশান্ত ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল নিশান্তের ব্যক্তিগত কম্পিউটার থেকে অত্যন্ত স্পর্শকাতর তথ্য মিলেছে। পাকিস্তানের একাধিক ফেসবুক আইডি-র ব্যক্তির সঙ্গে চ্যাট করার প্রমাণও পাওয়া যায়। আর সেখান থেকেই স্পষ্ট ধারণা মেলে ব্রহ্মসের ফর্মূলা জানার জন্য পাকিস্তান ঠিক কতটা পাগল কিন্তু এত সহজে কি তা পাওয়া সম্ভব?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম