Railway Data Leak: ৩ কোটি ভারতীয় রেলযাত্রীর নাম, ফোন নম্বর ফাঁস হল ডার্ক ওয়েবে, এক্ষুনি সতর্ক হোন

Indian Railway Data Leak: বছরশেষে ভয়াবহ সাইবার হানা। ইন্টারনেটে ফাঁস হল ৩ কোটি ভারতীয় নাম, ফোন নম্বর।

।। প্রথম কলকাতা ।।

২০২২ সালের শেষে এসে এমনটা হবে কেউ ভাবেনি। ভারতের সবচেয়ে বড় পরিবহণ মাধ্যম ভারতীয় রেলওয়ে-র উপর (Indian Railways) ভয়ংকর সাইবার হানার খবর পাওয়া গিয়েছে। প্রায় ৩ কোটি রেলযাত্রীর নাম, ফোন নম্বর সহ একাধিক সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে (Dark Web)।

একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই খবর। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের জনপ্রিয় মেডিক্যাল ইনস্টিটিউট – অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স -এ (AIIMS) সাইবার হানার ঘটনা ঘটেছে। তার রেশ কাটতে না কাটতেই ভারতীয় রেলের উপর সাইবার আক্রমণের খবর সামনে এসেছে।

ভারতীয় রেলে সাইবার হানা

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সাইবার হানার পিছনে থাকা হ্যাকারদের দাবি তারা ভারতীয় রেলযাত্রীদের ভ্রমণ ইতিহাস ও ইনভয়েস তথ্য হ্যাক করেছে। এমনকি যাত্রীদের বুকিং তথ্যও হাতিয়ে নিয়েছে তারা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ডার্ক ওয়েবে ৪০০ ডলারের বিনিময়ে এই তথ্যের প্রতি কপি বিক্রি করছে সাইবার জালিয়াতরা। তবে আরও বেশি, ১৫০০ বা ২০০০ ডলার দিলে অতিরিক্ত সংবেদনশীল তথ্য দেওয়া হবে প্রতি কপিতে, এমনটাই দাবি হ্যাকারদের।

 

আরও পড়ুন : FASTag Rules: গাড়ি বিক্রির আগে এই ফাস্ট্যাগ নিয়ম জেনে রাখুন, নাহলে মহা ফ্যাসাদে পড়বেন

 

এই সাইবার হানা ঘটেছে গতকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর তারিখে। একটি হ্যাকার ফোরামে এই তথ্য পোস্ট করা হয়েছে। তথ্যটি পোস্ট করেছে শ্যাডো হ্যাকার (Shadow Hacker) নামক এক ইউজার। এই হ্যাকার ফোরামে আরও দাবি করা হয়েছে, তারা বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক কর্মচারীর ইমেইলও হ্যাক করেছে। কিন্তু আইআরসিটিসি-এর (IRCTC) এতো বড় ডাটাবেস তারা কীভাবে হ্যাক করল তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

অপরদিকে ভারতীয় রেলওয়ে-এর পক্ষ থেকে এই ডাটা ব্রিচ সম্পর্কে এখনও অবধি কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালেও প্রায় ৯০ লক্ষ যাত্রীর তথ্য ফাঁস হয়েছিল ইন্টারনেটে। এই ডাটা ব্রিচের জন্য পরবর্তীকালে ডাটা প্রটেকশন বিলের অধীনে ৫০০ কোটি টাকার জরিমানা আরোপ করেছিল সরকার।

 

আরও পড়ুন : Xiaomi ও Redmi-র এই 13টি ফোনে চালু Jio True 5G, অ্যাক্টিভেট করলেই মিলবে আনলিমিটেড ডেটা

 

আপনি কীভাবে সতর্ক থাকবেন?

এ ক্ষেত্রে ভারতীয় রেলযাত্রীদের অবশ্যই সতর্ক ও সচেতন থাকতে হবে। কেউ যদি ভারতীয় রেলের কর্মচারী সেজে আপনার থেকে কোনও সংবেদনশীল তথ্যের দাবি করে তাহলে সেটি প্রথমে যাচাই করুন। টিকিট বুকিং করার সময় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের টিকিট কাটুন। টিকিট/রিজার্ভেশন সংক্রান্ত কোনও ভুয়ো লিংক বা অফারের খপ্পরে পড়বেন না। নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য ইন্টারনেটে সর্বদা সজাগ থাকুন।

Exit mobile version