।। প্রথম কলকাতা ।।
টোল প্লাজায় দীর্ঘ লাইন এবং সময় বাঁচাতে কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় গাড়ি চালকদের জন্য ফাস্ট্যাগ (FASTag) বৈশিষ্ট্য চালু করা হয়। যার উদ্দেশ্য একটাই রাস্তা বা হাইওয়ের মাঝে কোনও টোল প্লাজায় অহেতুক সময় খরচ করতে যেন না হয় গাড়ি চালকদের। গাড়ির সামনে ফাস্ট্যাগের অনুমোদিত স্টিকার আটকানো থাকলেই নিশ্চিন্তে গাড়ি ছুঁটিয়ে নিয়ে যাওয়া যায়। মূলত, টোল প্লাজাগুলিতে ট্যাক্স রূপে যে অর্থপ্রদান করা হয় তা ডিজিটাইজ করতে এই বৈশিষ্ট্য চালু করে কেন্দ্র।
FASTag অ্যাকাউন্ট নির্দিষ্ট রিচার্জ করা থাকলেই স্বয়ংক্রিয় ভাবে তা কেটে নেওয়া হয় টোল ট্যাক্স হিসাবে। কিন্তু কেউ যদি তার গাড়ি বিক্রি করে দেন এবং FASTag ডি-অ্যাক্টিভেট না করেন তাহলে বড় সমস্যায় পড়তে হতে পারে।
আরও পড়ুন : New Bikes in December: প্রতিযোগীদের মাঠছাড়া করতে লঞ্চ হল একগুচ্ছ নতুন বাইক ও স্কুটার
FASTag ডি-অ্যাক্টিভেট করা কেন জরুরি?
গাড়ি বিক্রি করার সময় এই কাজটি অবশ্যই করা উচিত। সাধারণত স্বীকৃত সংস্থান থেকে এই ফাস্ট্যাগ ইস্যু করা হয়। গাড়ি বিক্রি করা মানে নতুন গ্রাহক আপনার ফাস্ট্যাগের এর সমস্ত সুবিধা নিতে পারেন। তাই গাড়ি বিক্রির আগে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত।
নতুন গ্রাহক ওই গাড়ির জন্য FASTag আবেদন করতে পারবে না
আপনার গাড়ির নতুন গ্রাহক আপনার FASTag-এর সুবিধা নেওয়ার পাশাপাশি অর্থপ্রদানও করতে পারে, যা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। অন্যদিকে আপনি আপনার ফাস্ট্যাগ অ্যাকাউন্ট বন্ধ না করলে, আপনার গাড়ির নতুন মালিক নতুন ফাস্ট্যাগের জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন : 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?
কীভাবে FASTag বন্ধ করতে হবে?
ফাস্ট্যাগ সংক্রান্ত বিশদ বিষয়ে জানা ও সমাধানের জন্য সরকারের 1033 – এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও বিভিন্ন সংস্থার কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে এই সমস্যা সমাধান করতে পারেন। যেমন Paytm এর কাস্টমার কেয়ার নম্বর – 18001204210, ICICI ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর – 18002100104, HDFC ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর – 18001201243 এবং Axis ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর – 18004198585 যোগাযোগ করে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট বন্ধ করার পদ্ধতি জেনে নিতে পারবেন।