YouTube থেকে হবেন মালামাল! আয়ের পথ সুগম করতে আসছে নতুন মনিটাইজেশন

YouTube Feature : উপার্জন বাড়াতে ইউটিউব নিয়ে আসছে নতুন ফিচার। যার দ্বারা উপকৃত হবেন অসংখ্য ভারতীয় ইউটিউবার।

।। প্রথম কলকাতা ।।

ক্রিয়েটরদের কাছে অন্যতম রোজগারের মাধ্যম হয়ে উঠেছে YouTube। সৃষ্টিশীল কন্টেন্ট আপলোড করে মাসিক লাখ লাখ টাকা উপার্জন করে ফেলছেন ক্রিয়েটররা। তাছাড়া এই ক্ষেত্রে অনেকেই নিজের ভবিষ্যত গড়ে তোলার কথা ভাবছেন। YouTube-কে নিজের ক্যারিয়ার হিসাবে বাছার জন্য নবাগত ক্রিয়েটরদের সুবিধার্থে বিশেষ কোর্স প্রোগ্রাম চালু করছে ভিডিও প্ল্যাটফর্ম। সম্প্রতি গুগল ফর ইন্ডিয়া (Google For India) ইভেন্টে এই কোর্সের ঘোষণা করেছে YouTube।

জানা গিয়েছে, এই কোর্সের মাধ্যমে নিজেদের স্কিল বাড়াতে পারবেন দর্শকরা। কনটেন্ট ক্রিয়েটররা ফ্রি অথবা পেইড কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্কিল ডেভলপ করতে সাহায্য করবেন। YouTube এই বিষয়টিকে কোর্সেস (Courses) নামে টাইটেল দিয়েছে। খুব সম্ভবত ২০২৩ সালের প্রথম ধাপে এই কোর্স লঞ্চ করা হতে পারে। বর্তমানে নির্বাচিত কিছু প্রতিনিধিদের সাথে এই কোর্স চালু করছে YouTube।

 

আরও পড়ুন : YouTube-র জয়জয়কার! ভারতের জিডিপিতে ১০ হাজার কোটি টাকার অবদান ভিডিও প্লাটফর্মের

 

এই পরিকল্পনার লক্ষ্য অনলাইন এডটেক প্ল্যাটফর্ম বাইজু (Byjus) এবং আনএকাডেমির (Unacademy) মতো প্লাটফর্মের সাথে অংশীদারিত্ব করা। ইতিপূর্বে YouTube এ ৮ ধরণের মনিটাইজেশনের বিকল্প রয়েছে। আয়ের পথ আরও সুগম করতে নতুন বিকল্প যোগ করতে চলেছে এই ভিডিও প্ল্যাটফর্ম। জানা গিয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই কোর্সেস প্রাথমিক পর্যায়ে লঞ্চ করা হবে।

YouTube কোর্সেস

youtube

 

ক্রিয়েটরদের জন্য নতুন একটি মনিটাইজেশন বিকল্প হিসাবে এই কোর্সেস যুক্ত করবে YouTube। যেখানে দর্শকদের নির্দিষ্ট একটি বিষয়ে মাল্টি-সেশন ভিডিও টিউটোরিয়াল রাখতে পারবে তারা। পাশাপাশি কোর্সের জন্য পিডিএফ, পিএনজি এবং ফাইল আকারে নোটসও আপলোড করা যাবে। এই কোর্স থেকে নির্দিষ্ট কোনও বিষয়ে স্কিল ডেভলপ করতে পারবেন দর্শকরা। গুগলের মতে, এর ফলে YouTube -কে ক্যারিয়ার হিসাবেও বেছে নেওয়ার উৎসাহ পাবে অনেকে।

 

আরও পড়ুন : কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভর করে এগোবে ভারত! দেশের জন্য গুগল আনছে একগুচ্ছ পরিকল্পনা

 

ক্রিয়েটররা সাবস্ক্রিপশনের মাধ্যমে এই কোর্স চালু করার সুবিধা পাবে। যা দিন শেষে একটি মোটা টাকা উপার্জন করে দিতে সক্ষম হবে। সূত্রের খবর, প্রাথমিক স্তরে এই কোর্সগুলি হবে ডিজিটাল স্কিল, উদ্যোক্তা, পার্সোনাল প্যাশন এবং প্রফেশনের উপর ভিত্তি করে। এই প্রসঙ্গে YouTube ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ঈশান চ্যাটার্জী বলেন, দর্শকদের একাংশ মনে করেন YouTube শিক্ষার ব্যাপারে অনেক সুযোগ-সুবিধা তৈরি করে দিতে সক্ষম। ক্রিয়েটররাও এই বিষয়ে আশাবাদী। দর্শকদের সমর্থন এলে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বলে অভিমত YouTube এর।

Exit mobile version