Refrigerator: ঠান্ডা হচ্ছে না আপনার বাড়ির ফ্রিজ ? চটজলদি জানুন সমাধানের উপায়

।। প্রথম কলকাতা।।

Refrigerator: প্রতিটি বাড়িতেই বর্তমানে রেফ্রিজারেটর দেখা যায়। এমনটা কিন্তু নয় শুধু খাবার ঠান্ডা রাখার জন্য ফ্রিজ ব্যবহার করা হয়। ফ্রিজকে খানিকটা স্টোর রুম হিসেবেও ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন ধরনের খাবার ফ্রিজের মধ্যে রেখে থাকি। একটা সাধারন ফ্রিজ বড়জোর ৭ থেকে ১০ বছর পর্যন্ত পরিষেবা দিতে পারে আপনাকে। কিন্তু তারপর তা বদলাতেই হবে। অনেক সময় দেখা যায় কিছুতেই ঠান্ডা হচ্ছে না ফ্রিজ। তার পেছনেও খানিকটা দোষ রয়েছে মালিকেরই। ফ্রিজ ব্যবহারকারীদের বিশেষ কয়েকটি দিকে খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। কেন ফ্রিজ মাঝে মধ্যে ঠান্ডা হয়না তা জেনে নিন :

১) কম্প্রেসরের এর কারণে সমস্যা- ফ্রিজ সঠিকভাবে ঠান্ডা না হওয়ার জন্য কম্প্রেসরের দিকে নজর দেওয়া দরকার। কারণ ফ্রিজ ঠান্ডা রাখার কাজটি করে কম্প্রেসরই । ফলে কোনও কারণে কম্প্রেসরের সমস্যা হলে ফ্রিজ কম ঠান্ডা হবে।

২) বিদ্যুৎ সরবরাহ জনিত সমস্যা : অনেক সময় দেখা যায় যে সকেটে বিদ্যুৎ সংযোগ ঠিক মতো আসছে না। ফ্রিজে ঠিক মতো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা তা দেখতে হবে। কোনো তার কেটে গেলে তা দ্রুত মেরামত করিয়ে নিতে হবে। না হলে বড়সড় বিপদে পড়তে পারেন আপনি। এগুলি মেরামত করিয়ে নিতে হবে।

৩ ) গ্যাস লিক এর কারণে সমস্যা : একটি গ্যাস সিলিন্ডার থাকে প্রতিটি ফ্রিজেই । ঠান্ডা হওয়ার কাজটি হয় মূলত তার মাধ্যমেই। সেক্ষেত্রে বড়সড় সমস্যা দেখা দিতে পারে গ্যাস সিলিন্ডার লিক হলে ।

৪) তাপমাত্রা নির্ধারণ জনিত সমস্যা : শীতকাল এবং গ্রীষ্মকাল দুটো সিজনে অনেক সময় এ বাহ্যিক তাপমাত্রা অনুসারে ফ্রিজের তাপমাত্রা সেট করতে হবে। না হলে সমস্যা দেখা দিতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version