।। প্রথম কলকাতা ।।
Beauty Tips: পোশাকের সঙ্গে মিলিয়ে জুতো পরা বহু নারীদের কাছে জনপ্রিয় ফ্যাশনের মতো। পোশাকের সাথে মানানসই জুতো সাজকে চিত্তাকর্ষক করে তোলে। কিন্তু তা বলে সব রকমের পোশাকের সঙ্গে একই স্টাইলের জুতো পরা যায় না। অনেকে নিজেদেরকে একটু লম্বা দেখাতে হাই হিল(high heels) জুতো পরেন। সমস্যার বিষয় হল, অনেকে বেশি হিলের জুতো সামলাতে পারেন না কিংবা বেশিক্ষণ হিল জুতো পরলে পায়ে যন্ত্রণা হয়। যারা ভাবেন শুধুমাত্র হাই হিল জুতো স্টাইলিশ দেখাতে সাহায্য করে, পাশাপাশি উচ্চতাকে আরো লম্বা দেখায় তাদের এই ধারণা কিছুটা ভুল। আপনি হাই হিল জুতো ছাড়াও নিজেকে লম্বা দেখাতে পারেন। হাই হিল জুতো বহু মেয়েদের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। নিজেকে লম্বা দেখতে সারাক্ষণ হাই হিল ভারী জুতো বহন করার দরকার নেই। এই প্রতিবেদনে এমন কিছু টিপস রইল যা অবলম্বন করে আপনি নিজেকে লম্বা দেখাতে পারেন। লম্বা দেখাতে হিল জুতো পরতে হবে না। জুতো দিয়ে আপনার উচ্চতা বাড়ানোর পরিবর্তে পোশাকের স্টাইলে আনুন পরিবর্তন।
- ঠিক কোন রঙের পোশাক পরছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উচ্চতা কম এবং ওজন বেশি হয় তাহলে কালো রঙের পোশাক পরতে পারেন। গাঢ় নীল, মেরুন কাপড়ের মতো রঙের পোশাকে একটু হলেও লম্বা দেখায়।
- লম্বা দেখাতে আপনার পোশাকের হাতার দিকে মনোযোগ দিন। ফোলা হাতাযুক্ত কিংবা হাফ হাতা জামা একটু এড়িয়ে চলুন। তার পরিবর্তে বেছে নিন ফুলহাতা জামা।
- জামাকাপড়ের প্রিন্টও আপনাকে লম্বা দেখাতে গভীর প্রভাব ফেলে। আপনি যখন বড় বা অনুভূমিক প্রিন্ট যুক্ত পোশাক পরেন তখন উচ্চতা কম মনে হয়। লম্বা দেখাতে ডোরাকাটা প্রিন্ট যুক্ত পোশাক পরুন।
- লম্বা দেখাতে কাপড়ের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ। আপনার উচ্চতা যদি একটু কম হয় তাহলে জামার দৈর্ঘ্য হাঁটুর সামান্য নিচে রাখা উচিত। যারা অফিস যাত্রী তারা স্ট্রেট ফিটের প্যান্ট পরতে পারেন। এই ধরনের প্যান্টে মেয়েদের তুলনামূলকভাবে লম্বা দেখতে লাগে।
- লম্বাটে পোশাক পড়ুন, এর ফলে শরীরের গড়নও কিছুটা লম্বাটে লাগে। এছাড়াও দৈনন্দিন পোশাকে রেখে দিতে পারেন হাই ওয়েস্ট জিন্স। এর ফলে পা বেশ লম্বা লাগে।
- লম্বা দেখানোর জন্য উঁচু হিল জুতোর প্রয়োজন না পড়লেও, কোন জুতো পরছেন আর তার রং গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বেছে নিন স্কিন কালারের জুতো। যেমন পোশাক পরুন না কেন, এই রঙের জুতোয় কিছুটা হলেও লম্বা দেখতে লাগবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম