Tinnitus: সারাদিন শুনতে পাচ্ছেন অদ্ভুত শব্দ! ভ্রম নয় এটা রোগের লক্ষণ, কাবু করেছে টিনিটাস

।। প্রথম কলকাতা।।

Tinnitus: বাইরে কোন ধরনের শব্দ নেই অথচ আপনি সারাদিন ধরে রিং হওয়ার মত একটি আওয়াজ শুনতে পাচ্ছেন । কখনও কখনও এই আওয়াজের ধরন বদলে যাচ্ছে । এমনকি ঘুমোনোর সময়ও এই আওয়াজ ক্রমাগত বিরক্ত করে চলেছে আপনাকে । অথচ আপনার পাশে থাকা মানুষটি সেই আওয়াজ শুনতে পাচ্ছে না। এটা কোন মনের ভ্রম ( Illusion) অথবা সামান্য সমস্যা নয়। এটা একটি অদ্ভুত রোগ যা টিনিটাস ( Tinnitus) নামে পরিচিত। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীর এবং মন দুই ভীষণভাবে প্রভাবিত হয়।

এছাড়াও প্রথমেই যদি এই সমস্যার সমাধান না করা হয় পরবর্তীতে সেটি আরও বড় আকারে আপনার সামনে এসে দাঁড়াতে পারে । জটিলতা বেড়ে যেতে পারে আরও কয়েকগুণ । তাই প্রতিটি মানুষের এই অসুখ নিয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরী। কী কী লক্ষণ প্রকাশ পেলে বোঝা যাবে যে আপনি টিনিটাস রোগে আক্রান্ত? কীভাবে এই রোগটাকে মাত দিতে পারবেন আপনি, ভালো থাকতে হলে করতে হবে কী কী ? আজকের প্রতিবেদনে টিনিটাস রোগ এবং তার লক্ষণ ও প্রতিকার নিয়ে রইল বিস্তারিত তথ্য।

* টিনিটাসের লক্ষণ ( Tinnitus Symptoms) : বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, এই অসুখে রোগী কানে রিং (Ring Sound) হওয়ার মতো শব্দ শুনতে পান। অনেক সময় ফর ফর আওয়াজ শোনা যেতে পারে। কিছু কিছু রোগীর আবার ক্লিক করার মতন আওয়াজ অথবা হাওয়ার শব্দ কিংবা হিশ শব্দ শুনতে পান। এবার সেই শব্দ আপনি কতটা জোরে শুনতে পাচ্ছেন অথবা কতটা আসতে শুনতে পারছেন তার উপর নির্ভর করে চিকিৎসা চলে।

এই রোগের আরও বিশেষ কয়েকটি লক্ষণ রয়েছে। যেমন রোগী হঠাৎ করেই কানে কিছু শুনতে পাচ্ছেন না অথবা সারাদিন একই শব্দ কানে চলার কারণে মাথা ঘোরাচ্ছে। ডিপ্রেসড লাগছে । হঠাৎ হঠাৎ উৎকণ্ঠা তৈরি হচ্ছে। এইগুলি একেবারেই স্বাভাবিক লক্ষণ। কাজেই এই গুলির সঙ্গে লড়াই করতে গেলে ওষুধ নয় বরং নিজেকে মেন্টালি প্রস্তুত করতে হবে । আর তারপর অবশ্যই যত দ্রুত সম্ভব পরামর্শ নিতে হবে চিকিৎসকের।

* টিনিটাসের চিকিৎসা কি সম্ভব ?

টিনিটাস শক্তি বেশ জটিল হলেও এর চিকিৎসা করা সম্ভব, এমনটা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বর্তমানে বেশ কয়েকটি ওষুধ এই রোগে কার্যকরী হয়েছে। তাই একেবারে প্রাথমিক ধাপে রোগটিকে সনাক্ত করা গেলে অবশ্যই তার সমাধান পাওয়া যেতে পারে । উপরে উল্লেখিত লক্ষণ গুলির মধ্যে যে কোন কিছু আপনার শরীরে প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। নচেৎ খুব বেশি বিলম্ব হয়ে গেলে শ্রবণ শক্তি পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন যে কোন মানুষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version