আপনিও হতে পারেন ইসরোর বিজ্ঞানী! টুয়েলভ পাস করলেই কেল্লাফতে

।। প্রথম কলকাতা ।।

ভারত এখন চাঁদে। বিশ্বের তাবড় তাবড় দেশ যা করতে পারেনি তা করে দেখাল ভারতের ইসরো। আপনি কি ক্লাস টুয়েলভ পাস? তাহলে আপনিও হতে পারেন ইসরোর পরের মিশনের সাক্ষী। চাইলেই হতে পারেন ইসরোর বিজ্ঞানী। কীভাবে হবেন? কয়েকটা পরীক্ষায় পাস করলেই কেল্লাফতে। কি কি ক্রাইটেরিয়া দরকার। শুনুন তবে।

ইসরো বিশ্বের অন্যতম সফল মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ অনুসন্ধান, গবেষণা উন্নয়ন, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ থেকে শুরু করে পৃথিবীর পর্যবেক্ষণে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। তৈরি করেছে একের পর এক মাইলস্টোন। ভারতের বহু যুবক যুবতীর স্বপ্ন ইসরোতে চাকরি পাওয়া, কিন্তু অনেকেই জানেন না ইসরোতে চাকরি পেতে গেলে কি করতে হয়? ঠিক কোন পথে গেলে সহজেই হওয়া যায় ইসরোর বিজ্ঞানী। বেছে নিতে হয় সঠিক ইনস্টিটিউট। পরীক্ষা দেওয়ার পাশাপাশি পাবেন সরাসরি নিয়োগ। IISc, IITs এবং NITs এর মেধাবী স্নাতকদের সরাসরি ইসরাতের নিয়োগ করা হয়। এছাড়াও যারা পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, মহাকাশ ও যান্ত্রিক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করেছেন তারা অগ্রাধিকার পান। আরেকটা সহজ উপায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি। ইসরো প্রয়োজন অনুযায়ী এই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিজ্ঞানী হিসেবে ডাকে।

এতক্ষণ ধরে যে প্রতিষ্ঠানগুলোর কথা বলে হল সেখানকার ডিগ্রী যাদের নেই, তারা কি ইসরোর বিজ্ঞানী হতে পারবেন না? এমনটাও নয়। সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা ICRB মাধ্যমে ইসরোতে চাকরি পেতে পারেন। তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কম্পিউটার সাইন্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স স্ট্রিমের বিই, বিটেক এবং বিএসসি প্রার্থীরা। এবার আসা যাক সেই দুর্দান্ত সুযোগের কথা। ১২ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও যোগ দিতে পারেন ইসরোতে। তার জন্য ভর্তি হতে হবে IIST তে। শিক্ষার্থীদের বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। মাসিক বেতন শুরু নূন্যতম ৫৬ হাজার টাকা থেকে। ইসরোর বেতন কাঠামোর নীতি অনুযায়ী পারিশ্রমিক এবং অতিরিক্ত ভাতার ব্যবস্থা রয়েছে। রয়েছে বাড়ি ভাড়া ভাতা, মহার্ঘ ভাতা , চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, ভ্রমণের ছাড়, বীমা, পেনশন প্রকল্প সহ প্রচুর সুবিধা। কাজের নীতি এবং কর্মদক্ষতার ভিত্তিতে মেলে উচ্চপদ।

আর যদি ইসরোর মহাকাশচারী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকতে হবে। গুরুত্ব পাবে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভৌত বিজ্ঞানের মত বিষয়গুলি। এছাড়াও সামরিক বাহিনীতে, বিমান পরিচালনা কিংবা মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। ইসরোও শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করতে বহু কোর্স পরিচালনা করে। কোর্স শেষে দেওয়া হয় সার্টিফিকেট।

তাহলে আর দেরি কিসের। সঠিক পদক্ষেপ অনুসরণ করে আপনি হয়ে যেতে পারেন ভারতের সবথেকে মর্যাদাপূর্ণ সংস্থার বিজ্ঞানী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version