।। প্রথম কলকাতা ।।
চশমা ওল্ড ফ্যাশন! মণির রঙ পাল্টাতে নানা রঙের লেন্স পরছেন? নীল বা কালো হরিণ চোখ, মণির রঙ সৌন্দর্য বাড়িয়ে দেয় কিন্তু এই লেন্স পরার সময় একটা ভুল করলে দৃষ্টিশক্তি হারাতে পারেন যে কোনও সময়ে। চোখকে আরও সুন্দর দেখানোর জন্য কিছু ভুলগুলো করলেই অন্ধ হতে পারেন। পরার নিয়ম আদৌ জানেন কি? লেন্স পরতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে এগুল একনজরে জেন নিন। নিজের পছন্দের রঙের লেন্স কিনে পরছেন।কখনো কালো তো কখনো বাদামি নয়তো ক্যাট আই।চোখের মণির রং পাল্টে দিতে পারে পুরো চেহারা। খুব সাধারণ সাজের সঙ্গেও কেবল সুন্দর রঙের লেন্সটা পরে নিলে একটা আলাদাই সৌন্দর্য আসে। কিন্তু চোখের মণিতে পরার সময় এই নিয়মগুলো না মানলে সত্যিই বড় বিপদ হতে পারে।
চোখে লেন্স পরার আগে সবসময় ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেবেন। ভালভাবে হাত না ধুয়ে লেন্স পরা উচিত নয়। আর হাত ধোয়ার সময় খেয়াল রাখবেন যেন একটুও সাবান হাতে থেকে না যায়। লেন্স ভাল ভাবে সঠিক সলিউশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। লেন্স পরে ঘুমোবেন না। তাহলেই ইনফেকশন হয়ে চোখের বারোটা বাজতে পারে। দেখবেন যেন স্ক্র্যাচ না পড়ে, স্ক্র্যাচ লেন্স পরলে তা থেকে করনিয়ায় ইনফেকশন হয়ে যেতে পারে। এমনকী করনিয়ায় আলসার হতে পারে যার প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তিতে। প্রয়োজনে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টও করতে হতে পারে। নির্দিষ্ট সময়ের পরে লেন্স বদলে নতুন লেন্স কিনুন। মনে রাখতে হবে স্নান করার সময় লেন্স পরবেন না। চোখ কচালাবেন না ভুলেও ধুলোবালি চোখে গেলে আগে লেন্স খুলে তবে পরিস্কার করুন চোখ।
লেন্ভাস লো না চশমা?
যাঁদের চোখে মাইনাস পাওয়ার, মাইনাস চার-পাঁচ কিংবা তারও বেশি, তাঁদেরই মূলত চশমার বদলে লেন্স পরার পরামর্শ দেন ডাক্তাররা। কিন্তু বিশেষজ্ঞরা সাবধান করে বলছেন লেন্স একটানা আট ঘণ্টার বেশি সময় ধরে পরে থাকা উচিত নয়। লেন্স বেশি পরেন যাঁরা, তাঁদের উদ্দেশ্য দুটি প্রথম কারণটি চশমার পরিবর্তে লেন্স পরেন আবার অনেকে স্টাইলের জন্য পরেন। কিন্তু চিকিৎসকরা বলছেন লেন্স পরে চোখ কড়কড় করা লাল হয়ে যাওয়া বা কোনও অস্বস্তি অনুভব হলেই সাবধান। অবিলম্বে লেন্স খুলে ফেলুন এবং চোখের ডাক্তার দেখান। ব্র্যান্ডেড কোম্পানির লেন্স পরুন। সমস্ত নিয়ম মেনে চলুন। খুব বেশি লেন্স পরবেন না। কর্নিয়ার উপর চাপ পড়ে। কর্নিয়া শুকিয়েও যেতে পারে।
লেন্স একমাত্র তাঁদের জন্য উপকারী। যাঁদের চোখে পাওয়ার খুব বেশি। তাঁরা খুব মোটা চশমার বদলে লেন্স পরতে পারেন। তবে মনে রাখবেন একজনের ব্যবহার করা কন্টাক্ট লেন্স কোনো অবস্থাতেই আরেকজন ব্যবহার করবেন না। খোলার সময় নখ দিয়ে খুঁচিয়ে উঠানো যাবে না। লেন্স যে রঙেরই হোক, তা কেনার আগে বিশেষজ্ঞর কাছ থেকে চোখ দেখিয়ে নিতে ভুলবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম