Hair Spa: টাকা তো খরচা করছেন, হেয়ার স্পা কোরোটিনের পার্থক্য জানেন তো?

।। প্রথম কলকাতা ।।

Hair Spa: আপনার চুলের হেলথ কেমন।জানেন তো? না লোক মুখে শুনেই চুলে স্পা আবার কখনও কেরাটিন করছেন আর টাকা খরচ করছেন চুলের যতনে খরচ তো করতেই হবে। আপনার চুলে কোনটা প্রয়োজন সেটা জানা কিন্তু খুব দরকার। তবেই তো ঝলমলে সুন্দর চুল পাবেন। তাহলে আর দেরি নয় সামনেই পুজো দেখে নিন হেয়ার স্পা এবং কেরোটিনের সুবিধা অসুবিধা।

হেয়ার কেরাটিন এবং হেয়ার স্পা এর সুবিধা এবং অসুবিধা কি কি? জানতে হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি। হেয়ার কেরাটিন এবং হেয়ার স্পা চুলের চিকিৎসা। প্রায়শই মহিলারা তাদের চুল শক্ত, নরম এবং চকচকে করতে এই চিকিৎসাগুলি অবলম্বন করে। হেয়ার কেরাটিন ট্রিটমেন্টে চুল সোজা এবং সিল্কি হয়। এতে চুলে প্রোটিন দেওয়া হয়। যেখানে হেয়ার স্পাতে চুলে ম্যাসাজ ও স্টিম দেওয়া হয়। এর মধ্যে প্রোটিন নেই, মাসে দুবার হেয়ার স্পা করা যেতে পারেই। আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার চুলের জন্য কোন চিকিৎসা গ্রহণ করা উচিৎ?

বিভিন্ন সংবাদ মাধ‍্যম সূত্রে জানা গিয়েছে চুলের কেরাটিন একটি ব্যয়বহুল চিকিৎসা। মেয়েরা চুলের পুষ্টির জন্য হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট নেয়। এতে চুল সোজা ও সিল্কি করা হয়। এছাড়াও, চুলে প্রোটিন ব্যবহার করা হয়। হেয়ার কেরাটিনের পুরো নাম কেরাটিন প্রোটিন ট্রিটমেন্ট। এটি চুলের উজ্জ্বলতা এবং মসৃণতা বাড়াতে ব্যবহার করা হয়। এই চুলের চিকিৎসা। ২-৩ মাস স্থায়ী হয়। এটি শুষ্ক, ক্ষতিগ্রস্থ চুলে একটি নতুন জীবন দেয়।

চুলের কেরাটিনের উপকারিতা:

চুলে কেরাটিন দিলে চুলে অনেক উপকার পাওয়া যায়। এই ট্রিটমেন্ট গ্রহণ করলে চুলে প্রোটিন পাওয়া যায়, যার ফলে চুল ঝলমলে থাকে এবং চকচকে থাকে। শুষ্ক চুলে কেরাটিন পাওয়া চুলের মসৃণতা বাড়ায়। কোঁকড়া চুল এই ট্রিটমেন্টের মাধ্যমে সোজা হয়ে যায়। হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ থেকে রক্ষা পায়। এতে চুল মসৃণ থাকে এবং জট লাগে না। কেরাটিন ট্রিটমেন্ট চুলকে মজবুত, সুন্দর করে তোলে। চুলের কেরাটিন চিকিৎসার সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। কেরাটিন চিকিৎসার পরে আপনি সমস্ত ধরণের চুলের পণ্য ব্যবহার করতে পারবেন না। বিশেষজ্ঞদের মতে, আপনাকে শুধুমাত্র বিশেষজ্ঞদের পরামর্শে শ্যাম্পু, কন্ডিশনার এবং চুলের স্টাইলিং পণ্য ব্যবহার করুন। নাহলে চুলের ভলিউম কমে যেতে পারে।

এবার আসা যাক হেয়ার স্পা কী?

হেয়ার স্পা হল চুলের জন্য দেওয়া একটি স্পা। সব বিশেষজ্ঞই চুলের যত্নে হেয়ার স্পা করার পরামর্শ দেন। চুলের যত্ন নিতে হেয়ার স্পা করা খুবই জরুরী। এতে চুলে মালিশ করা হয়। চুলের বাষ্প দেওয়া হয়। হেয়ার স্পা করার সময় হেয়ার সিরাম ব্যবহার করা হয়। চুলকে নিরাপদ রাখতে মাসে ১-২ বার হেয়ার স্পা করা দরকার। হেয়ার স্পা চুলে আনে নতুন উজ্জ্বলতা। এছাড়াও একটি হেয়ার মাস্ক প্রয়োগ করা হয়। হেয়ার স্পা হল ম্যাসাজ, শ্যাম্পু, হেয়ার মাস্ক, বাষ্প এবং অবস্থার একটি প্রক্রিয়া। এটি চুল সংক্রান্ত অনেক সমস্যা দূর করে।

হেয়ার স্পা সুবিধা:

হেয়ার স্পা চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এটি চুলের গভীর কন্ডিশনিং করতে কাজ করে। হেয়ার স্পা চুল থেকে খুশকি, খুশকির সমস্যা থেকে মুক্তি দেয়। এটি ময়লা দূর করতে কাজ করে। খুশকির সমস্যা থাকলে হেয়ার স্পা করতে পারেন। হেয়ার স্পা চুল ঘন রাখতে সাহায্য করে। এটি চুল পড়ার সমস্যা দূর করে।
হেয়ার স্পা প্রাণহীন চুল নিরাময় করে। এতে চুলে আসে নতুন ঝলমলে। হেয়ার স্পা চুলের সমস্যা দূর করে চুলের বৃদ্ধিতে উপকারী। এটি মাথার ত্বক সুস্থ রাখে।

বিশেষজ্ঞদের মতে হেয়ার স্পা করতে গেলে সবসময় সঠিক হেয়ার প্রোডাক্ট বেছে নিন। একজন ভালো বিউটি এক্সপার্টের দ্বারা হেয়ার স্পা করিয়ে নিন। এর জন্য সবসময় ভালো ও গুনমানসম্পন্ন পণ্য ব্যবহার করুন। খারাপ হেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে। এতে চুলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version