চমক নিয়ে বাজারে আসছে Xiaomi 13 সিরিজ, কবে লঞ্চ, ফিচার্স কেমন? সব তথ্য একনজরে

Xiaomi 13 Series : নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 সিরিজের লঞ্চ তারিখ নিশ্চিত করল Xiaomi। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেখা যাবে এই স্মার্টফোন। তবে একলা নয়, এর সাথে Xiaomi আনছে Watch S2 এবং Buds 4 TWS ইয়ারবাড।

।। প্রথম কলকাতা ।।

Xiaomi 13 নিয়ে বিগত কয়েক দিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল নেটমাধ্যমে। এটি সংস্থার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হওয়ায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় টেক মহলে। অবশেষে এটির লঞ্চের তারিখ নিশ্চিত করল Xiaomi। সূত্র মারফর খবর, ডিসেম্বরের ১ তারিখে চীনে আত্মপ্রকাশ হবে স্মার্টফোনটির। এই স্মার্টফোনের সাথে Xiaomi Android 13 ভিত্তিক লেটেস্ট MIUI 14 অপারেটিং সিস্টেমেরও উন্মোচন করবে।

চীনের সোশ্যাল মিডিয়া মাধ্যম Weibo -তে সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই Xiaomi 13 সিরিজের অধীনে তিনটি হ্যান্ডসেট দেখা যাবে। যার মধ্যে দুটি লঞ্চ হবে এই বছর – ভ্যানিলা Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। আর Xiaomi 13S Ultra লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বছরে।

এই স্মার্টফোনের যে পোস্টার প্রকাশ হয়েছে তা অনুযায়ী, Xiaomi 13 সিরিজের দুটি ডিভাইজের মধ্যে একটি ফ্ল্যাট প্যানেল সহ আসবে যেটি হল বেস মডেল Xiaomi 13। অন্যদিকে Xiaomi 13 Pro তে থাকবে কার্ভ ডিসপ্লে। Xiaomi এর তরফে আরও বলা হয়েছে, Xiaomi 13 স্মার্টফোনে একটি ফ্ল্যাট OLED প্যানেল মিলবে এবং এটি 1.61 মিমি পুরু সরু বেজেলের সাথে আসবে। উভয় ডিভাইজেই থাকবে মেটাল ফ্রেম।

 

আরও পড়ুন : স্মার্ট লুকের সাথে লঞ্চ হল Lava Blaze NXT! দাম 10 হাজারের নিচে, ফিচার্স জেনে নিন

 

Xiaomi 13 সিরিজের সম্ভাব্য স্পেকস

উভয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনে মিলবে Snapdragon 8 Gen 2 প্রসেসর। 12 জিবি পর্যন্ত Ram সাপোর্ট করবে। টেক সংবাদ মাধ্যম বিজিআরডটইন জানিয়েছে, Xiaomi 13 স্মার্টফোনে 6.2 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে সঙ্গে 120hz রিফ্রেস রেট।

 

 

প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকবে 50 মেগাপিক্সেল Sony IMX 800। এই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনর (OIS) সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। ফ্রন্টে মিলতে পারে একটি 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

চার্জিং ও ব্যাটারির ক্ষেত্রেও চমকে খামতি রাখেনি Xiaomi। নির্দিষ্ট ব্যাটারি ক্যাপাসিটি না জেনেও গেলেও এটিতে যে একটি বড় ব্যাটারি প্যাক থাকবে তা একপ্রকার নিশ্চিত। এবং জানা গিয়েছে এটি 120 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আসবে।

Xiaomi 13 এবং Xiaomi 13 Pro ছাড়াও এই ইভেন্টে Watch S2 এবং বহু প্রতীক্ষিত Buds 4 TWS ইয়ারবাড লঞ্চ করবে সংস্থা।

Exit mobile version