স্মার্ট লুকের সাথে লঞ্চ হল Lava Blaze NXT! দাম 10 হাজারের নিচে, ফিচার্স জেনে নিন

Lava Blaze NXT : নতুন স্মার্টফোন লঞ্চ করল Lava। এতে রয়েছে MediaTek Helio G37 প্রসেসর এবং 5,000 mAh ব্যাটারি ক্যাপাসিটি। দাম রয়েছে 10 হাজার টাকার নিচে।

।। প্রথম কলকাতা ।।

ভারতীয় সংস্থা লাভা (Lava) নিয়ে এল তাদের নতুন স্মার্টফোন Lava Blaze NXT। গতবছর লঞ্চ হওয়া Blaze সিরিজের উত্তরসূরি হিসাবে বাজারে প্রবেশ করল এই নয়া হ্যান্ডসেট। যাতে মিলবে মজবুত MediaTek Helio G37 প্রসেসর এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে। বিদেশী সংস্থাগুলিকে টেক্কা দিতে বাজারে কোমর বেঁধে নেমেছে এই সংস্থা। সংস্থা সূত্রে খবর, ডিসেম্বরের 2 তারিখ থেকে অনলাইন ও অফলাইনে সেল শুরু হবে এই স্মার্টফোনের।

Lava Blaze NXT এর ফিচার্স

ডিসপ্লের কথা প্রতিবেদনে প্রথমেই বলা হয়েছে। 6.5 ইঞ্চি ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনে মিলবে 1600×720 পিক্সেল রেজোলিউশন, 60hz রিফ্রেস রেট। প্রসেসর হিসাবে MediaTek Helio G37 যোগ করা হয়েছে এটিতে। যা 4GB Ram ও 64GB ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করার অনুমতি দেয়। পাশাপাশি এটিতে অতিরিক্ত 3GB ভার্চুয়াল Ram এর ফিচার্সও পাওয়া যাবে। স্মার্টফোনটির ক্লক স্পিড রয়েছে 2.3Ghz।

Lava Blaze NXT এর ব্যাক ক্যামেরায় 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর সাথে দুটি সেকেন্ডারি সেন্সর উপস্থিত। ফ্রন্টে সেলফির জন্য মিলবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ব্যাক ক্যামেরাটি 30 fps এ 1080P ফুল HD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

অপারেটিং সিস্টেমের যদি কথা বলি এই স্মার্টফোনে ফোনটি অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা রয়েছে। বায়োমেট্রিক্সের জন্য একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে Lava। স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5,000mAh। টাইপ-সি পোর্ট দিয়ে এটি চার্জ করা যাবে।

নতুন Lava Blaze NXT এর দাম রাখা হয়েছে 9,299 টাকা। এটি নীল এবং লাল রঙের ভ্যারিয়েন্টে উপলব্ধ। আগামী 2 ডিসেম্বর থেকে Amazon ও বিভিন্ন রিটেল স্টোরে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে বলে জানিয়েছে সংস্থা।

এই নতুন স্মার্টফোন লঞ্চ প্রসঙ্গে, লাভা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রোডাক্ট হেড তেজিন্দর সিং জানান, যুক্তিসঙ্গত দাম, দুর্দান্ত ডিজাইন এবং ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করার আশা করি। এই Blaze NXT – তে একটি গ্লাস ব্যাক রয়েছে এবং এটি পরবর্তী প্রজন্মের গ্রাহকদের চাহিদা মেটাতে সর্বশ্রেষ্ঠ এন্ট্রি-লেভেল স্মার্টফোন।

Exit mobile version