Skin Tag Removal: আঁচিল নিয়ে ভীষণ চিন্তা? কমানোর ঘরোয়া টোটকা জানুন

।। প্রথম কলকাতা ।।

Skin Tag Removal: মুখ ভরে যাচ্ছে আঁচিলে জানেন ভাইরাসের আক্রমণে এটি হয়। ওষুধ দিয়েও সমস্যা মিটছে না? শরীরেও এদিক সেদিক আঁচিল উঠছে? চিন্তায় রাতের ঘুম উড়েছে আপনার জানেন কি? কিছু ঘরোয়া উপায়েও আঁচিল দূর করা যায়। যে ভাইরাসের আক্রমণে আঁচিলের এই সমস্যা হয় তাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অনেক সময় আঁচিলে ব্যথা হয়। মুখ ভরে কালো কালো ছোপ। দেখতে খারাপ লাগছে? এই টিপসগুলো মানুন।

গলায়, আঙুলের ভাঁজে, চোখের পাতায়, মুখে আঁচিল হয়।
অনেক সময় আঁচিলে ব্যথা হয় খুব বেশি সমস্যা হলে অনেকে অপারেশনও করান। সেই ঝক্কি না নিতে চাইলে রসুনকে কাজে লাগান। রসুন থেঁতো করে নিয়ে আঁচিলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে তুলে দিন। যদি আজ রাতে লাগান তাহলে পরদিন সকালে মুখ ধোবেন। সবথেকে ভালো হয় যদি সারারাত রসুনের পেস্ট মুখে লাগিয়ে রাখতে পারেন আঁচিলের জন্য সবচেয়ে ভালো ঘরোয়া টোটকা এটাই। সংবাদমাধ্যমে দাবি করছেন বিশেষজ্ঞরা।

ত্বকের কোষে মেলানিনের সমস্যা হলে মেলানোসাইট নামের একটি উপাদান তৈরি হয়। যা সূর্যের আলোর সংস্পর্শে এসে বাদামি হয়ে যায়। এভাবেই আঁচিল বাড়তে খাকে। ছোট্ট একটা আলুর টুকরো নিয়ে তা আঁচিলের উপর কিছুক্ষণ ঘষে নিতে হবে। তারপর ওই টুকরোটা ব্যান্ডএডের সাহায্যে আঁচিলের উপর লাগিয়ে নিতে হবে। এইভাবে সারা রাত রেখে দিন টানা ৭-১০ দিন এমনভাবে ব্যবহার করলেই দেখবেন আঁচিল খসে পড়ে গেছে।

পেঁয়াজের রস তুলো ভিজিয়ে সেই তুলোটা আঁচিলের উপর লাগিয়ে রাখুন। আনারসের জুস কিংবা আনারসের টুকরো থেঁতো করে তার সঙ্গে নুন মিশিয়ে পেস্ট বানান। মুখে ১০ মিনিট ভালো করে ঘষুন। এরপর পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। আঁচিলের জন্য খুব ভালো ওষুধ। মুখে প্রচুর তিল থাকলে মুখ অনেক সময় আঁচিল থাকলে বাজে দেখায়। একটু ধৈর্ষ ধরে এই নিয়মগুলোমেনে চললেই আঁচিল থেকে মুক্তি পেতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version