Chicken Pox: চিকেন পক্সের কালো জেদি দাগ নিয়ে চিন্তিত? বাড়িতেই রয়েছে সহজ সমাধান

।। প্রথম কলকাতা ।।

Chicken Pox: চিকেন পক্স (Chicken Pox) বা গুটি বসন্ত যাদের শরীরে হয় তারাই বোঝে এর যন্ত্রণা। ত্বকে যদি একবার দাগ থেকে যায় তাহলে সেই ভোগান্তি বহুদিনের। সহজে চিকেন পক্সের দাগ সারতে চায় না। বিশেষ করে মুখে এই দাগ হলে বেশ বিশ্রী ব্যাপার। কয়েক দিন রোগে ভুগতে হয় অথচ দাগ থেকে যায় সারা জীবনের জন্য। সারাবছর চিকেন পক্সের প্রাদুর্ভাব থাকলে বসন্তকালে এর বাড়বাড়ন্ত একটু বেশি। চিকেন পক্সের কারণে সারা শরীরে ছোট ছোট ফুসকুড়ি কিংবা ফোসকা তৈরি হয়, যা ব্যথাযুক্ত যন্ত্রণার কারণ। এই রোগ সেরে গেলেও ত্বকের দাগ থেকে যায়। বাজারে গেলে আপনি চিকেন পক্সের (Chicken Pox) দাগের জন্য নানান প্রসাধনী পাবেন, তবে তা কেমিক্যালযুক্ত। এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার (Side Effects) ভয় থাকতে পারে। ঘরেও এমন কিছু উপায় রয়েছে যার সাহায্যে দাগ দূর হবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে চিকেন পক্সের দাগ তোলা একটু সময় সাপেক্ষ, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

(১) অনেকেরই বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে। এটি ত্বক এবং চুলের জন্য বেশ উপকারী। অ্যালোভেরা জেল (Aloevera Gel) পক্সের দাগে ব্যবহার করতে পারেন।

(২) প্রাকৃতিক ময়েশ্চারাইজার সমৃদ্ধ মধু (Honey) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি জেদি দাগ এবং কালো ছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও পাকা পেঁপের সঙ্গে মধুর পেস্ট বানিয়ে দিনে দুবার ব্যবহার করুন। এটি দাগ নির্মূলে বেশ কার্যকরী।

(৩) পুরনো যেটি দাগ দূর করতে পারে লেবুর (Lemon) রস। ব্যবহারের পর যদি দেখেন ত্বকে জ্বালাপোড়া ভাব সৃষ্টি হয়েছে তাহলে লেবুর রস ব্যবহার করবেন না। ২ টেবিল চামচ জলের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে দাগের উপর ব্যবহার করবেন। এই উপকরণ ব্যবহার করতে হবে শুধুমাত্র রাত্রে। সূর্যের আলোয় লেবুর রস ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

(৪) কটন বল ডাবের জলে ভিজিয়ে পক্সের দাগের উপর ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন ব্যবহার করলেও কোন অসুবিধা নেই।

(৫) চিকেন পক্সের দাগ দূর করার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল গাঁদা ফুল। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ জলে সারারাত ভিজিয়ে রাখবেন। তারপর সেটি পেস্ট বানিয়ে মুখে মাখলে খুব তাড়াতাড়ি জেদি দাগ থেকে মুক্তি পেতে পারেন।

(৬) কথায় বলে চন্দনের তেলে জাদু রয়েছে। ত্বককে সুন্দর এবং মোলায়েম করতে এটি জুরি মেলা ভার। ত্বকের কালো দাগ দূর করতে চন্দন তেলের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে ব্যবহার করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version