PM On Netaji: “ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কাজ করছি”, নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য মোদীর

।। প্রথম কলকাতা ।।

PM On Netaji: ২৩ জানুয়ারি দিনটি কলকাতা থেকে শুরু করে দিল্লি সর্বত্রই নেতাজি জন্মজয়ন্তী হিসেবে পালিত হয়। এই দিন ভারতের বুকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের দিনটিকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি রয়েছে কলকাতা এবং দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আবহে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জ্ঞাপন করে ট্যুইট বার্তা দিয়েছেন।

তিনি লেখেন, “আজ পরাক্রম দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি শ্রদ্ধা জানাই এবং স্মরণ করতে চাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর অতুলনীয় অবদান। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর তীব্র প্রতিবাদের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। নেতাজির চিন্তাধারা দ্বারা আমরা গভীরভাবে প্রভাবিত। ভারতের প্রতি তাঁর যে দৃষ্টিভঙ্গি তা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছি আমরা”।

আজ নেতাজির জন্মদিন সহ কেন্দ্র ঘোষিত পরাক্রম দিবস উপলক্ষে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপের নামকরণ করা হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ওই ২১টি দ্বীপের নামকরণ করবেন আমাদের দেশের পরমবীর চক্র সম্মান প্রাপক একুশজনের নাম অনুসারে। এর আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুটি দ্বীপের নামকরণ করা হয়েছিল নেতাজির স্মরণে। সেটিও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে এই ঘোষণা ২০২১ সালে করেছিল কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী মোদী ২৩ শে জানুয়ারি পরাক্রম দিবস ঘোষণা করেন। এছাড়াও দিল্লির লালকেল্লার সামনে ব্রোঞ্জ দিয়ে তৈরি নেতাজির একটি মূর্তিও স্থাপন করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version