ভারতে ৮ ঘন্টা থেকে বেড়ে ১১ ঘন্টা কাজের সময়! চীনকে টেক্কা সম্ভব? ৭০ ঘন্টা কাজে দম লাগে

।। প্রথম কলকাতা ।।

ভারতে কাজের সময় ৮ ঘন্টা থেকে বেড়ে ১০-১১ ঘন্টা হতে পারে? ভারতীয়দের প্রতিসপ্তাহে ৭০ ঘন্টা কাজের কথা বলা হচ্ছে কিন্তু আসলে কারা বেশি পরিশ্রমী ভারতীয় না চিনারা না আমেরিকানরা? বিদেশে তাহলে ভারতীয় কর্মীদের এত চাহিদা কেন? ইনফোসিস কর্তা নারায়ন মূর্তির ৭০ ঘন্টার মন্তব্যের পর চাঞ্চল্যকর রিপোর্ট ভারতীয়রা কি নিজেদের কদর আদৌ নিজেরা জানেন? ভারতীয় যুবক যুবতীরা যতটা পরিশ্রম করেন সে তুলনায় তারা কি পারিশ্রমিক পান? এটাই বোধহয় আজকের সবথেকে বড় প্রশ্ন! কারণ একটি পডকাস্টে ইসফোসিস কর্তা নারায়ন মূর্তি পরামর্শ দিয়েছেন ৪৫ বা ৫০ ঘণ্টা নয়, কাজ করতে হবে সপ্তাহে ৭০ ঘণ্টা। তবেই উন্নততর দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব কিন্তু সত্যিই কি পরিশ্রমের দিক থেকে পিছিয়ে রয়েছেন ভারতীয়রা? বিশ্বের বড়সড় ইকোনমির দেশগুলোর বাসিন্দাদের থেকে যেমন ধরুন চীন, আমেরিকা, জার্মানি।

সপ্তাহের ৬ দিনে ৭০ ঘন্টা কাজ মানে প্রতিদিন ১১ ঘন্টার থেকেও বেশি কাজ। এর মতামত জানতে গেলে এক্ষেত্রে কার্যত দুভাগে হয়েছেন দেশের নাগরিকরা‌। অনেকেরই দাবি এক দিনে ১১ ঘন্টার বেশি কাজ মানে তাহলে তো কোনও ব্যক্তির ব্যক্তিগত কোনও জীবনই থাকবেন না। সেক্ষেত্রে দেশের তাবড় তাবড় কর্পোরেট বস যেমন সচিন জিন্দল, ওলার ভাবেশ অগরওয়ালদের দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন ১৪ থেকে ১৫ ঘন্টা কাজ করতে পারলে সাধারণ জনগন কেন পারবেন না? কিন্তু জানেন কি আসল সত্যিটা কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ডেটা বলছে ভারতীয়রা অন এভারেজ প্রায় ৪৭.৭ ঘন্টার বেশি কর্মসপ্তাহ পার করে। সেখানে চীনের সংখ্যা ৪৬.১ ঘন্টার ও আমেরিকার ৩৬.৪ কিন্তু অবাক করার মতো তথ্য এটা যে ভারতীয়রা এত এত ঘন্টা কাজ করার পরও যা উপার্জন করছেন তার পরিমাণ অনেক কম।

বিশেষজ্ঞরা বলছেন ভারতীয়দের এভারেজ স্যালারি ৫০-৬০ হাজার। অনেকে বলবেন এই সংখ্যাটা আরও কম। ভারতের একটা বাড়ি কিনতে গেলে সেই দাম কিন্তু ইউরোপের প্রপারটি কেনার দাম ছোঁয়। ভারতে বছরে হাইলেভেলের স্যালারি ৪ লক্ষ থেকে ১৭ লক্ষ কিন্তু চীনে সেখানে এক ব্যক্তি ইনকাম ৪২১৪ ডলার। মানে ধরে নিন মাসে ৩ লক্ষের কাছাকাছি।বিশেষজ্ঞদের দাবি ৪৭.৭ ঘন্টার সময়টা কিন্তু কম নয়। যেই পরিশ্রমটা অলরেডি করছেন ভারতীয়রা। তবে ইনফোসিস কর্তা নারায়ন মূর্তি দাবি একে বাড়িয়ে ৭০ ঘন্টা করা উচিত। সেটা করলে কি স্যালারিও তেমনই বাড়বে ভারতীয়দের? তবে এক্ষেত্রে অনেকের দাবি ইনফোসিস কর্তা নারায়ন মূর্তি যা বলছেন সেটাকে প্রথমেই প্রত্যাখান করে দিলে হবে না। এক্ষেত্রে একাংশের দাবি ভারতীয়দের প্রোডাকটিভিটি কতটা সেটাও ম্যাটার। প্রোডাকটিভি মানে এক একজন কর্মী দ্বারা কোম্পানির ঘরে কত রেভেনিউ আসছে সেই তথ্য বলছে সেক্ষেত্রে প্রোডাকটিভি কিন্তু গত পাঁচ বছরে অনেকেটাই কমেছে।

জেনে রাখুন ভারতীয় কর্মীদের টানা কাজ করার প্রতিভার জন্য বিদেশে কার্যত অনেকটাই চাহিদা রয়েছে। বিদেশের বড় কোম্পানি গুগল, মাইক্রোসফট, পেপসি, আইবিএম, অ্যাডোবের সিইওরা ভারতীয় বংশোদ্ভুত বা ভারতীয়।আপনাদের কি মনে হয় তাহলে কি ভারতীয়দের কাজের সময় ৮ ঘন্টা পরিবর্তে বাড়িয়ে ১০ বা ১১ ঘন্টা করা উচিত?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version