Weather Update Today: বর্ষবরণের রাতে শীত তার ছন্দে ফিরবে? হাওয়া অফিস বলছে…

।। প্রথম কলকাতা ।।

Weather Update Today: জাঁকিয়ে শীতের সম্ভাবনা বড়দিনের মতো বর্ষবরণেও নেই। শীতের আমেজ সকাল সন্ধ্যা থাকলেও দিনের বেলায় কার্যত উধাও শীত। স্বাভাবিকের অনেকটাই উপরে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশায় শুরু হচ্ছে সকালের যাত্রা। কোথাও কোথাও দেখা মিলছে ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ৪ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে। উধাও হয়েছে উত্তুরে হাওয়ায়। শুধু তাই নয় দাপট বেড়েছে পূবালি হাওয়ার। ক্রমাগত ঢুকছে জলীয় বাষ্প। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আর শীত ফেরার সম্ভাবনা নেই। কারণ একটাই ডিসেম্বরে ঘূর্নাবর্ত। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি পারদ চড়ছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও খুব একটা হেরফের হবে না রাতের তাপমাত্রার।শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সব জেলাতেই।

হাতে গোনা আর মাত্র কটা দিন । তারপরেই সূচনা হবে ইংরেজি নতুন বছরের। এই আবহাওয়ার মধ্যে বেড়ানোর জায়গাগুলিতে ভিড় যথেষ্ট বাড়লেও খানিকটা অস্বস্তির মধ্যেই সাধারণ মানুষ। বর্ষবরণের রাতেও কি এই অবস্থা থাকবে, নাকি শীত তার ছন্দে ফিরবে? প্রশ্ন উঠলেও উত্তর অধরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version