Mamata Banerjee: ‘বাংলায় কি কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটবে তৃণমূল?’ স্পষ্ট জবাব দিলেন মমতা

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: প্রায় সাড়ে তিন মাস পর আগামীকাল বৈঠকে বসতে চলেছে বিরোধীদের মঞ্চ ‘ইন্ডিয়া’। বৈঠকে আলোচনা হতে পারে কোন পথে আসন ভাগাভাগি হবে তা নিয়েই। ‘যে রাজ্যে যে দল শক্তিশালী, আসন সমঝোতার ক্ষেত্রে সেই দলই সেই রাজ্যে শেষ কথা বলবে।’ এটাই ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আগের সূত্র। তাদের আগের সূত্রেই স্থির থাকতে চায় তারা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কংগ্রেস কী আদেও ঘাসফুল শিবিরের এই সূত্র মেনে নেবে? কারণ এমনটা হলে পশ্চিমবঙ্গ সহ অন্য অনেক রাজ্যে নামমাত্র আসনে প্রার্থী দিতে পারবে রাহুল-খাড়গের দল। এক্ষেত্রে অনেকটাই আশাবাদী তৃণমূল কংগ্রেস। তাদের কথায় , পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তেলাঙ্গানা ছাড়া বাকি রাজ্যগুলিতে যে ভাবে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। তাতে অনেকটাই ব্যকফুটে রয়েছে তার। তাই এই ক্ষেত্রে মেনে নেওয়া ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই।

এর আগে কংগ্রেসের সঙ্গে আসন সমঝতা চেয়েছিল তৃণমূল ও আপ সরকার। তবে তখন তাতে রাজি হয়নি কংগ্রেস। কংগ্রেস ভেবেছিল পাঁচ রাজ্যের মধ্যে দু’টি রাজ্যে অন্তত জিতবে তারা । কিন্তু সেগুড়ে বালি , সেই আসায় কার্যত জল ঢেলে দিয়েছে বিজেপি। কংগ্রেসের নিজেদের ঘাঁটি রাজস্থান, ছত্তিশগড় থেকেও জয় ছিনিয়ে নিতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। হিন্দি বলয়ের তিন রাজ্যে হেরে এখন উল্টো চাপের মুখে কংগ্রেস।

তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্য়োপাধ্যায় আসন সমবোঝাতার প্রশ্নে কোন নীতি অনুসরণ করতে পারেন? এখন সেদিকেই নজর রয়েছে সকলের। রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘বাংলায় কি কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটবে তৃণমূল’? তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘বেড়ালের গলায় কাউকে তো ঘণ্টা বাঁধতে হবে। আমার কংগ্রেসের সঙ্গে আসন সমঝতা করতে সমস্যা নেই। বাংলায় কংগ্রেস মাত্র দুইটি আসন থেকে জিতেছিল। আমি আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে রাজি।’

শুধু তাই নয় বাংলায় তৃণমূলের সঙ্গে আসতে হলে কি বামেদের সঙ্গ ছাড়তে হবে কংগ্রেসকে? এমন কোনও শর্ত কি দেওয়া হবে? মমতা বন্ধ্যোপাধ্যায় জানান , “এটা তাদের সিদ্ধান্ত। অন্য রাজনৈতিক দলের বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।”

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। বাংলায় তারা কীভাবে লড়বে? সেই নিয়ে চলছে বিস্তর আলোচনা এসবের মধ্যেই সোমবার দিল্লি থেকে বাংলার আসন সমঝোতা নিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version