Weather Update Today: রাজ্যে কি আরও ঠান্ডা বাড়বে? বড়দিনে কেমন থাকবে আবহাওয়া জানুন

।। প্রথম কলকাতা ।।

Weather Update Today: গত সপ্তাহ থেকে জাঁকিয়ে বসা ঠান্ডা বঙ্গবাসী বেশ ভালই উপভোগ করছেন। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার অর্থাৎ আগামী ২২ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে দুই বঙ্গেই। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না দিনের বা রাতের তাপমাত্রায়। বহাল থাকবে শীতের আমেজ। শীতে পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কাঁপছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। শীত জাঁকিয়ে থাবা বসাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ,বীরভূম ও ঝাড়গ্রামে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তেমন কোনও রাতের তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

কদিন ধরে শীত জাঁকিয়ে পড়লেও এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। কেননা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। রাতের তাপমাত্রা সেই কারণেই নামছে না। তাই আগামী কয়েকদিন অপেক্ষাকৃত কম থাকবে শীতের দাপট। গত সপ্তাহে তাপমাত্রার পারদ নেমেছিল ১৩-র ঘরে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার তাপমাত্রা ছুঁতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না। শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version