Urine Infection: কেন মহিলাদের বেশি হয় ইউরিন ইনফেকশন? লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

Urine Infection: ইদানিং মহিলারা ইউরিন ইনফেকশনের সমস্যা নিয়ে বেশি ভুগছেন। কাজের প্রয়োজনে মহিলাদের বাইরে বাথরুম করতে হয়। সে কারণেই কি মহিলাদের ঘন ঘন ইনফেকশন হয়? ইউরিন ইনফেকশন পুরুষদেরও হয় তবে দেখা গিয়েছে যে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি। এবার কেন মহিলাদের সমস্যা বেশি? এর পিছনে কোন জীবাণু? চিকিৎসাই বা কী? সব জানাবো আপনাদের। ইউরিন ইনফেকশনের সমস্যা এখন প্রতিদিন বাড়ছে। সব বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা রয়েছে। আর এই সমস্যা নিয়ে যাঁরা ভুগছেন তাঁরাই কেবল জানেন যে জ্বালা কতটা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই অসুখ নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

ইউরিনের এই ইনফেকশনকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। মোটামুটি এই সমস্যাকে দুটি ভাগে ভাগ করা যয়া। প্রথমত আসে আপার ইউটিআই। এক্ষেত্রে কিডনি ও ইউরেটার্স থাকে। এছাড়া রয়েছে লোয়ার ইউটিআই । এই অংশে থাকে ব্লাডার ও ইউরেথ্রা। এবার এই দুই ধরনের ইউটিআই খুব খারাপ। তাই প্রতিটি মানুষকে রোগ নিয়ে সচেতন হতে হবে। এক্ষেত্রে লোয়ার ইউটিআই-এর ক্ষেত্রে লক্ষণ থাকে তলপেটে ব্যথা, প্রস্রাবের সময় জ্বালা, লালচে প্রস্রাব ইত্যাদি। আর আপার ইউটিআই হলে সমস্যা আরও গুরুতর হয়। সেক্ষেত্রে এই সমস্ত উপসর্গের পাশাপাশি থাকতে পারে জ্বর। এছাড়া কাঁপুনি হতে পারে। এবার এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। এমনকী চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া প্রয়োজন।

মহিলাদের ইউরেথ্রা আকারে ছোট হয়। ফলে সংক্রমণ খুব দ্রুত পৌঁছে যেতে পারে। মহিলাদের জায়গাটা উন্মুক্ত থাকে। ফলে সমস্যা বেশি হয়। এছাড়াও পিরিয়ডের সমস্যা, নিয়মিত ভাবে হরমোনের ওষুধ খেলে সেখান থেকেও একাধিক সমস্যা হয়। ইউরিন ইনফেকশনের অনেকগুলি লক্ষণ আছে। যেমন প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোড়া করা। স্বাভাবিকের চেয়ে ঘনঘন প্রস্রাব হওয়া।ঘোলাটে প্রস্রাব হওয়া। তলপেটে ব্যথা প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া। কোমরের পিছনের পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা। জ্বর আসা ক্লান্ত ও বমি বমি লাগা।

ইউরিন ইনফেকশন হলে চিকিৎসকরা ইউরিন রুটিন ও কালচার টেস্ট এই দুটি টেস্ট করতে বলেন। তাতেইই বোঝা সম্ভব যে কোন সমস্যা রয়েছে। ইনফেকশন থেকে বাঁচতে হলে নিজেকে পরিষ্কার রাখতে হবে। এটাই হল প্রথম কাজ। এছাড়া পাবলিক টয়লেট এড়িয়ে যান। ব্যবহার করলেও বিশেষ স্যানিটাইজার ব্যবহার করুন। প্রস্রাব করার সময় মূত্রথলির সম্পূর্ণ খালি করার চেষ্টা করুন। সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব প্রস্রাব করুন। সুতির কাপড়ের ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করুন। চেষ্টা করুন যতটা সম্ভব সুইমিং পুল এড়িয়ে যেতে। এখান থেকেও কিন্তু রোগ ছড়িয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে যান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version