POKর কাছে কেন তেজসের স্পিড টেস্ট? গভীর টেনশনে পাকিস্তান, স্টেপ বাই স্টেপ এগোচ্ছে দিল্লি

।। প্রথম কলকাতা ।।

পিওকে-তে হামলার প্রস্তুতি ভারতীয় বায়ুসেনার সীমান্তে এপারে কাশ্মীরে এ কী ওড়ানো হল চীনের দুরবীন ধোঁকা দেবে না। ভারত ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছে এবার পাকা খেলার পালা। পাকিস্তানের ওপর সজোরে আঘাত থমকে গেল মিশন। কে বলতে পারে কখন সীমান্তে এপারে উড়তে হবে না ওপারে? পাকিস্তানি মিডিয়ার উদ্বেগ উত্তেজনা বলে দিচ্ছে ইসলামাবাদে মেন হেডকোয়ার্টারে কাশ্মীরের বর্তমান হাল রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে। কারণ কাশ্মীরে ওড়ানো হচ্ছে তেজস যুদ্ধবিমান। হঠাৎ করে এমন কী হল স্পর্শকাতর এই এলাকায় যে ডিফেন্স মন্ত্রককে ঝুলি থেকে তেজস বের করতে হল।

কারণ হিসেবে যা উঠে আসছে রিপোর্ট বলছে তাতে চীনেরও অস্বস্তি বাড়ছে। বালিতে মোদী-জিনপিং সাক্ষাতের খবর প্রকাশ্যে চীনের পাল্টা ওয়ার্নিং আর তারপরই ভারতের অ্যাকশন শুরু। এখানেই একে একে দুই করে নিচ্ছে কূটনৈতিক মহল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পাক-চীন সীমান্তের সেনসেটিভ এলাকা তেজস ওড়ানোর নেপথ্য বলা হচ্ছে পাহাড়ি প্রতিকূল পরিস্থিতির মধ্যে কতটা অব্যর্থ ভাবে কাজ করতে পারে তেজস তা খতিয়ে দেখে নিচ্ছেন ভারতীয় বায়ুসেনা। আর এর থেকেই বোঝা যাচ্ছে ভারত কোনও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।

সেখান চীনের দুর্ভাগ্য নাকি পাকিস্তানের? বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও চিনের জেএফ-১৭ ফাইটার জেটের চেয়েও বেশি কার্যকরী ভারতের তেজস। আগামী দিনে এই লাইট ওয়েট যুদ্ধবিমানে আরও উন্নত প্রযুক্তি যোগ করা যেতে পারে সেই নিয়ে ডিআরডিও বৈজ্ঞানিকরা গবেষণা করছেন বলেই সূত্রের খবর। সেইসঙ্গে বিশেষজ্ঞদের এই অনুমান ফেলে দেওয়া যায় না। পাকিস্তান ও চিনকে বার্তা দিতেই সীমান্ত সংলগ্ন এলাকায় তেজসের কার্যকারিতা পরীক্ষা করছে ভারত এই বিমান ওড়ানোর কয়েকঘণ্টার মধ্যেই এক অনুপ্রবেশকারীর মৃত্যুর খবর মেলে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত দু’টো নাগাদ আরএস পুরার আর্নিয়া সেক্টরে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে সঙ্গে সঙ্গেই গুলি করে তাকে নিকেশ করা হয়। আর এই খবরে যে করাচীর মাথাদের ঘুম উড়ে গিয়েছে তা বলাই বাহুল্য?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version