‘পাকিস্তানে তিন তালাক নেই কেন?’ ‘অভিন্ন দেওয়ানি বিধি’র পক্ষে জোর সওয়াল মোদীর

।। প্রথম কলকাতা ।।

‘পাকিস্তানে তিন তালাক নেই কেন?’ ‘অভিন্ন দেওয়ানি বিধি’র পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী মোদীর। ২০২৪ এর আগে নেওয়া হতে পারে বড় পদক্ষেপ। ইউনিফর্ম সিভিল কোড কি জানা আছে? অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রকাশ্যে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশ থেকে ঠিক কি বার্তা দিলেন নমো খেয়াল করবেন। নমোর বক্তব্যের পর কি বলছে বিরোধীরা? মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির বুথ কমিটির সভাপতিদের নিয়ে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে নমোর প্রশ্ন— ‘‘কোনও পরিবারে যদি প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা আইন থাকে তা হলে কি সেই সংসার চালানো যায়?’’

অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সব ধর্মের মানুষ একই রকম বিবাহ। বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আইন মানতে বাধ্য থাকবেন। ওই আইন কার্যকর হলে মুসলিমদের পার্সোনাল ল’বোর্ডের কার্যত কোনও ভূমিকা থাকবে না। এমনকি খ্রীষ্টান বা অন্যান্য সম্প্রদায় যে আলাদা আইন মেনে চলেন তার বদলে সব ধর্মের মানুষের জন্য থাকবে এক ধরণেরই আইন। প্রধানমন্ত্রীর দাবি, মানুষকে এ নিয়ে ভুল বুঝিয়ে এখন থেকেই উস্কে দেওয়ার চেষ্টা চলছে৷ এক্ষেত্রে প্রধানমন্ত্রী সেই যুক্তিকে জাতীয় প্রেক্ষাপটে নিয়ে আসেন৷ বলেন, ‘‘দেশের এক একটি সম্প্রদায়ের জন্য যদি এক এক রকম আইন থাকে তাহলে দেশ এগোতে পারে না সংবিধানেও সকলের জন্য সমান আইনের কথা বলা আছে।সুপ্রিম কোর্টও অভিন্ন দেওয়ানি বিধির কথা বলেছে’’

আর এখানেই উঠে আসে তিন তালাকের প্রশ্ন৷ অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে তিন তালাকের কথাও বলেন মোদী। তিনি বলেন, ‘‘তিন তালাকের পক্ষে যাঁরা, তাঁরা মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় করছেন এর ক্ষতিকর প্রভাব শুধু মহিলাদের নয়, পুরুষদের উপরও পড়ে। কোনও মহিলাকে তিন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলে তাঁর বাবা-ভাইদের উপর কী প্রভাব পড়ে, সেটা চিন্তা করে দেখুন’’ এর পরেই আসল প্রশ্নটা করে বসেন মোদীর প্রশ্ন, ‘‘তিন তালাক যদি ইসলামের অপরিহার্য অংশ হয়, তা হলে পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কাতারের মতো মুসলিম দেশে কেন তিন তালাক নেই?’’

হালেই চব্বিশের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী জোটের তোড়জোড় শুরু করতে পাটনায় জড়ো হয়েছিল তৃণমূল, কংগ্রেস, আপ-সহ ১৫ টি দল। সেই বৈঠককে আগেই কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সেই বিরোধী দলগুলির উদ্দেশে মোদির বার্তা “যারা বিজেপি বিরোধিতার জন্য একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের উপর রাগ নয়, করুণা হয়” রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ২০২৪ সালে ভোটের আগেই কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে তৎপর প্রধানমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হচ্ছে। এদিকে কেন্দ্র নিযুক্ত আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামত জানতে চাওয়া হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version