Chhatisgarh CM: আদিবাসী ভোটব্যাংক কেন মোদীর শেষ কথা ? গোপনেই বড় ছক্কা, ছত্তিশগড় থেকে শুরু মিশন

।। প্রথম কলকাতা ।।

Chhatisgarh CM: বিজেপি গুছিয়ে নিল ২০২৪র বড়সড় এই ভোটব্যাঙ্ক। কেন ছত্তিসগড়ে বিষ্ণু দেও সাইকেই করা হল মুখ্যমন্ত্রী ২০১৮য় যা ঘটেছে আর তার পুনরাবৃত্তি হতে দেবেন না নাড্ডা? কে এই বিষ্ণু দেও সাই? প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নামটাই বেশি ছত্তিশগড়ের হাওয়ায় ঘোরা ফেরা করছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির হাইকমান্ডরা ভরসা রাখলেন নতুন মুখে নিশ্চয় জেনে গেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে বাছা হয়েছে বিষ্ণু দেও সাইকে? কিন্তু এর নেপথ্যে ঠিক কোনও ধরণের অঙ্ক কষলেন মোদী-শাহরা? হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ রাজ্য ছত্তিশগড় সেখানে এখন পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। ২০১৯ সালে ছত্তিশগড় থেকে কটা আসন পেয়েছিল বিজেপি? কিন্তু ২০১৮তেই ঘটে গেছিল ব্লান্ডারটা যেটার রিপিট টেলিকাস্ট আর হতে দেওয়া যাবে না এটা বোঝা গেল।

কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিষ্ণু দেও সাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় স্টিল মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ছত্তীসগঢ় পৃথক রাজ্য হওয়ার আগেই রাজনৈতিক কেরিয়ার শুরু করেন বিষ্ণু দেও সাই ছত্তীসগঢ় যখন মধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল তখন ১৯৯০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রায়গড় লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। তবে এসব ছাড়িয়েও সবথেকে বড় পয়েন্ট বিষ্ণু দেও সাই ছত্তিশগড়ে তফশিলি জাতির বড় মুখ। আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে প্রথম বারের জন্য কোনও আদিবাসী মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখানেই রয়েছে ২০২৪ জন্য বিজেপির নয়া স্ট্র্যাটেজি।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণেও দেখা গিয়েছে ছত্তীসগঢ়ের তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের সিংহভাগ ভোট এ বার বিজেপির অনুকূলে গিয়েছে। অথচ ২০১৮ সালের বিধানসভা ভোটে এই ভোটই গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে মনে। করা হচ্ছে, লোকসভা ভোটের আগে আদিবাসী ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতেই বিষ্ণুকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল পদ্মশিবির। ২০১৯ সালে ১১ আসনের ছত্তিশগড় লোকসভায় বিজেপি পেয়েছিল ৯টা আসন অন্যদিকে কংগ্রেস ২ টো ২০১৯ যেখানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান মিলিয়ে তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৪৭ টা আসনের মধ্যে ৩১ টাই নিজেদের দখলে নিয়েছিল বিজেপি।

২০২৪র জন্যও সেই অঙ্কটাই এখন থেকে কষে রাখলেন তিনমূর্তি। বিজেপি সূত্রের খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘সুনজরে’ থাকা বিষ্ণু রাজ্য রাজনীতিতে রমন সিংহের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিষ্ণুর কেন্দ্রে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় ফিরলে বিষ্ণুকে বড় দায়িত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিসাবে বিষ্ণুর নাম চূড়ান্ত হতেই তাঁকে এক্স মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ছত্তীসগঢ়ের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version