।। প্রথম কলকাতা ।।
মাত্র ৬০ সেকেন্ড, চীন-পাকিস্তানের মতো ৬ টা দেশকে ডেস্ট্রয় করবে ভারতের সূর্য। শত্রুকে পাল্টা হামলার সুযোগটুকু দেবেনা। এবার ভারতের রেঞ্জে থাকবে গোটা বিশ্ব। দেশের সুরক্ষায় জান লড়িয়ে দিচ্ছে ভারত। সত্যিই কি ভারতে সূর্য মিসাইল এর সিস্টেম আছে? কেন এই খতরনাক সূর্য মিসাইলকে গোটা দুনিয়া থেকে লুকিয়ে রেখেছে ভারত? ক্ষমতা জানলে শঙ্কায় কাঁপবে পৃথিবী। ভারতের মোস্ট সিক্রেট প্ল্যান, কনফিডেন্সিয়াল। যে সূর্য মিসাইল নিয়ে চারিদিকে এতো হইচই তার রেঞ্জ হতে পারে প্রায় ১২-১৬ হাজার কিমি। বলা হচ্ছে এর গতি হবে ঘন্টায় ৩৩ হাজার ১০০ কিলোমিটার।
যা হবে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুদ্ধকালীন পরিস্থিতিতে এক নয় একসঙ্গে একাধিক পারমাণবিক হাতিয়ার বহনে পারদর্শী হবে এই মিসাইল। এই মিসাইল এতোটাই ক্ষমতা সম্পন্ন হবে যে একসঙ্গে একাধিক দেশ অথবা একটা দেশের একাধিক এলাকাকে একসাথে ধুলিস্মাৎ করে দিতে পারবে। সবথেকে আশ্চর্যের বিষয়, এই মিসাইল মাত্র ১ মিনিটেই ৬ টা দেশকে ধ্বংস করতে পারবে। এই এতো ক্ষমতা সম্পন্ন মিসাইল তৈরীর উদ্দ্যেশ্য একটাই, দেশের সুরক্ষা। ৮০ মিটার পর্যন্ত লম্বা হবে এই মিসাইল, লঞ্চ ওয়েট হবে ৭০ হাজার কেজির আশেপাশে। সূর্য সারফেস টু সারফেস মিসাইল নিয়ে সরকার বা ডিআরডিওর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। ভারত মুখ খোলেনি। প্রতিরক্ষা অনুসন্ধান দফতর এবং বিকাশ সংগঠন বিগত কয়েক বছর ধরে এই সূর্য মিসাইল নিয়ে কাজ করছে। তবে বলা হচ্ছে, এই মিসাইল হবে ভারতের রক্ষাকবচ। খতরনাক সূর্য তৈরী হলেও পরীক্ষা হবে অত্যন্ত গোপনে।
এমন নয় যে ২০১৯ সাল থেকে হঠাৎ করেই সূর্য মিসাইল নিয়ে আলোচনার সূত্রপাত। এর আগে ১৯৯৫ সাল নাগাদ প্রথমবার একটা রিপোর্টে পাবলিশ করা হয় যে ভারত নাকি খুব গোপনে একটা ইন্টার কন্টিনেন্টাল স্টিক মিসাইল তৈরি করছে যার কোড নেম সূর্য। আর এই রিপোর্ট পাবলিশ হওয়া ঠিক ১৫ বছর পর মানে ২০১০ সাল নাগাদ ডিআরডিও এটা কনফার্ম করে যে ভারত গোপনে সূর্য নামক একটা মিসাইল এর উপর কাজ করছে। আসলে, ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট এর প্রোগ্রাম এর আওতায় দেশের টার্গেট ছিল নিজেদের মিসাইল এর টেকনোলজি সেক্টরকে এতো বেশি শক্তিশালী করে তোলা যাতে বিশ্বের কোন দেশ ভারতকে থ্রেট দিতে না পারে। ভালো ভারতের দিকে যেন চোখ তুলে তাকাতে না পারে।
আর সেই খাতে সূর্য মিসাইল ভারতের জন্য পারফেক্ট, যা গোটা বিশ্বকে ভারতের রেঞ্জে রাখতে পারে, রাখতে পারে হাতের মুঠোয়। কারণ, ভারতের একদিকে রয়েছে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত দেশ এবং অন্যদিকে জমি মাফিয়া চীন। এই দুই দেশের মাঝে ভারত সর্বদা নিজের শক্তি বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। দিনে দিনে সেনাদের হাত শক্ত করছে ভারত। আর, ভারতীয় সেনাদের শক্তিবৃদ্ধি করতে ভারতীয় বৈজ্ঞানিকরাও একের পর এক শক্তিশালী মিসাইল নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। নিজেকে এমন ভাবে তৈরি করছে যাতে যে কোন প্রতিপক্ষ দেশকে রুখে দিতে সমর্থ হবে ভারত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম